অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে থানায়। চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার ঘটনা।
নাবালিকাকে যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেফতার দুই যুবক। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন সে। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে থানায়। চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার ঘটনা।
সোমবার নির্যাতিতা নাবালিকাকে প্রথমে রানাঘাট হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নির্যাতিতা। গণধর্ষণের অভিযোগে গত মঙ্গলবার ২ অভিযুক্তকে রানাঘাট স্পেশাল কোর্টে তোলা হয়েছিল। দু’দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয় অভিযুক্তদের। বৃহস্পতিবার ফের দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে।
যদিও, ছেলেটির মা সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে বলেছেন, “আমার ছেলে ওকে ভালবাসত। ওর বাবা মেনে নেয়নি। সেই কারণে আমার ছেলের কাছেই ও আবার ফেরত আসে। বলে মরে যাব। এরপর ট্রেন লাইনে যায়। আমার ছেলে ওই মেয়েকে বাঁচাতে গিয়েছিল। ও কিছু করেনি।”
Post A Comment:
0 comments so far,add yours