শুক্রবার তেলঙ্গানা-সহ সাত রাজ্যে পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্ক গড়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলঙ্গানা রাজ্যকে এই 'উপহার' দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

শুক্রবার সাত রাজ্যে পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্ক গড়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র, গুজরাত, মধ্য প্রদেশ এবং উত্তর প্রদেশের সঙ্গে সঙ্গে এই টেক্সটাইল পার্ক গড়া হবে তেলঙ্গানাতেও। তেলঙ্গানা রাজ্যকে এই ‘উপহার’ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জি কিষাণ রেড্ডি বলেছেন, “এই মেগা টেক্সটাইল পার্ক তেলেঙ্গানার জন্য আশীর্বাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা অনুযায়ী, এর ফলে ৫ এফ অর্থাৎ, ফার্ম টু ফাইবার টু ফ্যাক্টরি টু ফ্যাশন টু ফরেন – সম্পূর্ণ মূল্য শৃঙ্খল উপকৃত হবে। তেলঙ্গানায় মেগা টেক্সটাইল পার্ক স্থাপনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করেছিলাম। আমার চেষ্টা যে ফলপ্রসূ হয়েছে, তাতে আমি খুশি।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours