মমতার আগমনের খবরে জোর তৎপরতা পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক মহলে। যে জায়গাগুলিতে মমতার সভা করার কথা রয়েছে সেখানে দফায় দফায় যাচ্ছেন জেলার প্রশাসনিক কর্তারা।
CM Mamata Banerjee : বদলে গেল মুখ্যমন্ত্রীর দিঘার সফরসূচি, পরিবর্তন কোন কোন জায়গায় ?
দিঘা : এপ্রিলের শুরুতেই পূর্ব মেদিনীপুরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। রয়েছে একগুচ্ছ কর্মসূচি। আগামী ৩ এপ্রিল বিকালে কপ্টারে কলকাতা (Kolkata) থেকে দিঘায় পৌঁছানোর কথা ছিল মুখ্যমন্ত্রী। ফেরার কথা ছিল ৬ তারিখ। সেই সফরসূচিতেই খানিক পরিবর্তন হয়ে গেল। সূত্রের খবর, আগামী ৩ এপ্রিল জেলায় প্রবেশ করেই সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মমতা। সেই কর্মসূতি রয়েছে খেঁজুরির ঠাকুরনগরে। ৪ তারিখ দিঘায় রয়েছে রাজনৈতিক কর্মীসভা। ওইদিন দিঘায় রাত্রি যাপনও করবেন। ৫ তারিখ কলকাতা ফিরবেন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে।
এদিকে মমতার আগমনের খবরে জোর তৎপরতা পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক মহলে। যে জায়গাগুলিতে মমতার সভা করার কথা রয়েছে সেখানে দফায় দফায় যাচ্ছেন জেলার প্রশাসনিক কর্তারা। চলছে নজরদারি। আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে আগের পাওয়া খবরে ডাবা গিয়েছিল ৩ এপ্রিল বিকালে কপ্টারে কলকাতা থেকে দিঘায় পৌঁছানোর কথা ছিল মুখ্যমন্ত্রী। এরপর ৪ এপ্রিল দিঘার হেলিপ্যাড ময়দানে বুথ ভিত্তিক কর্মী সম্বেলনে যোগ দেওয়ার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর।
Weather Update : নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের শেষে শীতের আকাশে ঘনাবে মেঘ, বৃষ্টি কি হবে?
৫ এপ্রিল ছিল জনসংযোগ কর্মসূচি। কথা বলার কথা ছিল বিভিন্ন সরকারি প্রকল্পে উপকৃতদের সঙ্গে। তাছাড়াও বিভিন্ন এলাকায় দুয়ারে সরকার শিবির পরিদর্শনেও যেতে পারেন মুখ্যমন্ত্রী, খবর ছিল এমনটাই। এখন নতুন সফরসূচিতে দেখা যাচ্ছে ৫ তারিখ জনসংযোগ কর্মসূচির কোনও উল্লেখ নেই। ৪ তারিখ দিঘায় রয়েছে রাজনৈতিক কর্মীসভা সেরে পরের দিন কলকাতা ফিরছেন তিনি। এ প্রসঙ্গে কারা মন্ত্রী অখিল গিরি জানান, “ওনার প্রোগ্রামটা একটু বদলে গিয়েছে। ৪ তারিখ এসে খেঁজুরির ঠাকুরনগরে একটি ডিস্ট্রিবিউশন কর্মসূচিতে যোগ দেবেন। তারপর রাতে দিঘায় থাকবেন। পরেরদিন দলীয় কর্মীসভায় যোগ দেবেন। সেখানে প্রায় ৫০ হাজারের বেশি জনসমাগম হওয়ার কথা রয়েছে।”
Post A Comment:
0 comments so far,add yours