আকারে খুবই ছোট, অবিকল মোহরের মতো দেখতে ওই গোলাকার ধাতুর উপর কিছু আঁকা রয়েছে। সেটি প্রাচীন কোনও লিপি বা কোনও অক্ষর হতে পারে বলে গ্রামবাসীর প্রাথমিক অনুমান।

সোনার নদী! যেমন নাম, তেমন কাজ। নদীর চরের বালি সরালেই উঠে আসছে সোনার মোহর (Gold Coin)। শুনতে অবাক লাগছে? কিন্তু, ঝাড়খণ্ড ও বীরভূমের সীমানা লাগোয়া সুবর্ণরেখা নদীর (Subarnarekha river) শাখা নদীতে নাকি এমনই ঘটনা ঘটেছে। সুবর্ণরেখার শাখা, বাঁশলই নদীর চর থেকে উদ্ধার হচ্ছে একের পর এক ‘সোনার মোহর’। অন্তত গ্রামবাসীর এমনই দাবি। মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে মহামূল্য এই হলুদ ধাতু। ফলে গত তিনদিন ধরে বাঁশলই নদীর চরে সোনার মোহরের খোঁজে নেমেছে এলাকার আবাল-বৃদ্ধ-বণিতা।


ঘটনাটি ঠিক কী? জানা গিয়েছে, ঘটনাটি বীরভূমের (Birbhum) মুরারই থানার পারকান্দি গ্রামের। পারকান্দি পাশ দিয়ে বয়ে যাওয়া সুবর্ণরেখার শাখা, বাঁশলই নদীতে গত তিনদিন আগে নদীতে বালি তুলতে গিয়ে এক ব্যক্তি বেশ কয়েকটি সোনার মোহর সদৃশ ধাতব কিছু পান। তারপর ঘটনাটি জানাজানি হতেই সেখানে ভিড় জমে যায় গ্রামবাসীর। সেটি ‘সোনার মোহর’ বলেই দাবি গ্রামবাসীর। তাই সোনার মোহর পেতে নদীর চরে খোঁড়াখুঁড়ি শুরু করেছেন গ্রামের বাচ্চা থেকে বুড়ো। সকলের ভাগ্যে যে শিকেয় ছিঁড়ছে তা নয়। বালি খুঁড়ে কেউ মোহর পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না। তবু মহামূল্য সোনা পাওয়ার আশায় গ্রামের বহু মানুষই ঘরের কাজ ফেলে দিনভোর নদীর চরে পড়ে রয়েছেন। স্থানীয় এক যুবকের কথায়, “দু-দিন আগে একজন নদীর চরে বালি তুলতে গিয়ে সোনার মোহর পেয়েছিলেন। তারপর মোহর পেতে গ্রামের অনেকেই তিনদিন ধরে নদীর চরে বালি খুঁড়তে শুরু করেছেন। তাঁদের অনেকেই লাভবান হয়েছেন। সেসব শুনে আজ আমিও এসেছি।”

সত্যিই কি সোনার মোহর উঠছে? বাঁশলই নদীর চরে বালির নীচে থেকে উঠে আসছে গোলাকার মোহরের (Gold Coin) মতো দেখতে হলুদ ধাতু। আকারে খুবই ছোট, অবিকল মোহরের মতো দেখতে ওই গোলাকার ধাতুর উপর কিছু আঁকা রয়েছে। ঠিক কী আঁকা রয়েছে তা স্পষ্ট নয়। তবে সেটি প্রাচীন কোনও লিপি বা কোনও অক্ষর হতে পারে বলে গ্রামবাসীর প্রাথমিক অনুমান। আর সেটা থেকেই এগুলি প্রাচীন আমলের সোনার মুদ্রা বলে দাবি পারকান্দি গ্রামের বাসিন্দাদের। এপ্রসঙ্গে প্রাচীন ইতিহাসও তুলে ধরছেন অনেকে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours