সোমবার মোহনবাগান ক্লাব তাঁবুতে সেলিব্রেশন। মোহনবাগানের এই সাফল্যের শরিক হতে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ক্লাবের তরফে এ কথা নিশ্চিত করা হয়েছে।

ইন্ডিয়ান সুপার লিগে চ্য়াম্পিয়ন হয়েছে সবুজ মেরুন। এ দিন দল কলকাতায় ফিরতেই জনপ্লাবন। বিমানবন্দর থেকে বৃষ্টি মাথায় টিম বাসের সঙ্গী হলেন মোহনবাগান সমর্থকরা। RPSG অফিসে এ দিন এক দফা সেলিব্রেশন হল। ফুটবলাররা ক্লান্ত। সেমিফাইনালের দ্বিতীয় লেগ এবং ফাইনাল। দুটি ম্য়াচেরই নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। ভারতসেরা হওয়ার সেলিব্রেশন এক দিনেই শেষ হয়ে যাবে! এক্কেবারেই নয়। আগামী কাল অর্থাৎ সোমবার মোহনবাগান ক্লাব তাঁবুতে সেলিব্রেশন। মোহনবাগানের এই সাফল্যের শরিক হতে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ক্লাবের তরফে এ কথা নিশ্চিত করা হয়েছে। এ দিন শহরে ফিরে কী বলছেন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল? বিস্তারিত 


সকাল থেকেই বৃষ্টির আনাগোনা। এর মাঝেও চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে সকাল থেকে বিমানবন্দরে হাজির ছিলেন মোহনবাগান সমর্থকরা। অভিভূত মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল বলেন, ‘চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফেরার অনুভূতিই আলাদা। খুবই ভালো লাগছে। এত সমর্থক উপস্থিত ছিল। ঠিক যেন আট বছর আগের সঙ্গে মেলাতে পারছি। সে বার বেঙ্গালুরু থেকে আই লিগ চ্য়াম্পিয়ন হয়ে ফিরেছিলাম। এ ভাবেই সমর্থকদের আদরে ভেসে গিয়েছিলাম। এ বারও তেমনই হল। নিজেদের উপর বিশ্বাস ছিল যে, আমরা চ্য়াম্পিয়ন হতে পারি।’

প্রীতমের মুখে শুধুই টিমের কথা। আরও যোগ করলেন, ‘সামনে সুপার কাপ রয়েছে। এখন আমাদের নজরে সুপার কাপ।’ সমর্থকদের দীর্ঘ আন্দোলনের পর মোহনবাগান নামের আগে থেকে এটিকে সরছে। পরের মরসুম থেকে সবুজ মেরুন খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে। প্রীতম বলছেন, ‘এটা ম্য়ানেজমেন্টের ব্য়াপার। তবে সমর্থকদের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছে, এটা ভালো।’


বিশাল কাইথ ম্য়াচের পর মাঠেই গোল্ডেন গ্লাভস মায়ের হাতে তুলে দিয়েছেন। এ দিন শহরে ফিরে বললেন, ‘চ্যাম্পিয়ন হতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের দল একটা পরিবারের মতো। টাইব্রেকারের ক্ষেত্রে গোলকিপার কোচ খুবই সাহায্য করেছে। আর অনেকেই বলছেন, জাতীয় দল নিয়ে। সেটা তো আমার হাতে নেই। আমি শুধু পারফরম্য়ান্স করে যাব।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours