শনিবার Tv9 বাংলার সাক্ষাৎকারে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি হেসে বলেন, "আমি একদম ফিট আছি,জেলের ভাত খেয়েও ঠিক আছি।"

৪১ দিন পর জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরিয়ে হুগলির ফুরফুরায় নিজের বাড়ির পথে রওনা দেন তিনি। রবিবার Tv9 বাংলার সাক্ষাৎকারে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি হেসে বলেন, “আমি একদম ফিট আছি,জেলের ভাত খেয়েও ঠিক আছি।” কিন্তু কেমন ছিল আইএসএফ নেতার জেলের অভিজ্ঞতা? জেলে কীভাবে আচরণ করা হয় বিরোধীদের সঙ্গে? আজ পুরো বর্ণনা শোনালেন।


শাসকদলকে আক্রমণ করে নওশাদ বলেন, “ভারতকে স্বাধীন করতে আমাদের পূর্ব পুরুষরা আত্মবলিদান দিয়েছেন। আমারা সংবিধান পেয়েছি। সংখ্যাগরিষ্ঠতা যে দল অর্জন করবে তারা দেশ পরিচালনা করবে। যারা বিরোধী তারা সরকারের কাজের ভুল ধরিয়ে দেবে। এটাই সহ্য করতে পারছে না শাসকদল। সমালোচনা করলেই তাঁকে গ্রেফতার করছে।” এ দিন, নওশাদ সিদ্দিকি আইনজীবী কৌস্তভ বাগচীর গ্রেফতারির সমালোচনা করে বলেন, “একজন আইনজীবীকে যেভাবে গ্রেফতার করছে তা মেনে নেওয়া যায় না। উনি কি পালাবার ছেলে? আমি কি পালিয়ে যাব?” এরপর জেলের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে বলেন, “আমার যখন শারীরিক পরীক্ষা করতে নিয়ে যাওয়া হত তখন পুলিশের সংখ্যা দেখলে চমকে যাবেন। যেন কোনও সন্ত্রাসবাদী। আরে পালাবার ছেলে নাকি আমরা? প্রয়োজনে ফাঁসির মঞ্চে উঠব। আসলে এরা ভয় সৃষ্টি করে এটা বোঝাতে চাইছে যে একজন আইনজীবী-বিধায়কের সঙ্গে এমন হয় তোমাদের কর্মীদের সঙ্গে কী হবে। আমাদের আইনের প্রতি ভরসা আছে। দিনের শেষে আমরা আইনের মাধ্যমে ছাড়া পেয়েছি।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours