এখন প্রশ্ন হচ্ছে এই সকল জমির মালিকানা হিসাবে কীভাবে তাঁর নাম এল? তিনি কী এ ক্ষেত্রেও মিডলম্যান? নাকি তিনিই মালিক?


কুন্তল ঘোষের মুখে বারবার শোনা গিয়েছে তাঁর নাম। তারপর থেকেই বর্তমানে বাংলার অন্যতম প্রধান চর্চিত চরিত্র গোপাল দলপতি (Gopal Dalapati News)। এই গোপাল দলপতির (Gopal Dalapati) নামে নাকি ৬৫টি দলিল নথিভুক্ত রয়েছে। এই নথির খবর প্রকাশ্য়ে আসতেই তা নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে নানা মহলে। কোথা থেকে এল গোপালের এই পাহাড়প্রমাণ সম্পত্তি? কী বলছেন খোদ গোপাল দলপতি? 

এই নথি থেকেই জানা যাচ্ছে ২০১১ সালে কিসমত বাজকূল মৌজায় একটি জমি বিক্রি হয়েছে। ডিড নম্বর ০৫৮২২। ২০১২ সালে মোট জমি বিক্রি ১৯টি। ২০১৩ সালে জনাই, দেউলবাড় মৌজায় ১৫টি জমি বিক্রি। ২০১৪ সালে চামরাইল মৌজায় ২টি জমি বিক্রি। ২০১৬ সালে দেবীপাড়া মৌজায় জমি বিক্রি হয়েছে ৫টি। ডিড নম্বর ০৩৬৬৩। ২০১৭ সালে দেবীপাড়া, জনাই মৌজায় মোট জমি বিক্রি ১২টি। ১৮ সালে দেবী পাড়ায় মোট জমি বিক্রি ৯টি। ২০১৯ সালেই এখানে বিক্রি ৫টি জমি। ২০২০ সালে জগাছা মৌজায় ৮৭ লক্ষ টাকার জমি মাকে দান। ডিড নম্বর ০২৬১০। এখন প্রশ্ন হল এই সকল জমির মালিকানা হিসাবে কীভাবে তাঁর নাম এল? তিনি কী এ ক্ষেত্রেও মিডলম্যান? নাকি তিনিই মালিক? এ প্রসঙ্গে কী বলছেন গোপাল দলপতি? তাঁর স্পষ্ট উত্তর, “কারও সম্পত্তি থাকা কী অন্যায়? আমার ৬৫টির বেশি ডিড থাকতে পারে। ১ কোটি কেন ২৫ লক্ষ কোটি টাকা থাকতে পারে। কিন্তু, দেখতে হবে কোন পথে সেই টাকা এসেছে। আমার এই টাকা সৎ পথে এসেছে কিনা তদন্ত করলেই দেখা যাবে।” 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours