গত ১০ মার্চ রাত্রি আড়াইটে নাগাদ অফিস থেকে বাড়ি ফিরছিলেন একজন উর্দু সংবাদপত্রের সাংবাদিক মহম্মদ রিজওয়ান।

কলকাতায় ছিনতাইয়ের ঘটনায় হাওড়া থেকে পাকড়াও দুষ্কৃতী। রাত্রিবেলা কলকাতার পার্ক সার্কাস এলাকায় ছিনতায়ের ঘটনাটি ঘটেছিল। সেই ঘটনায় তদন্তে নেমে আটক হয় দু’জন দুষ্কৃতী। এদের মধ্যে একজনকে বেনিয়াপুকুর থানার পুলিশ গ্রেফতার করে হাওড়ার টিকিয়াপাড়া থেকে।


গত ১০ মার্চ রাত্রি আড়াইটে নাগাদ অফিস থেকে বাড়ি ফিরছিলেন একজন উর্দু সংবাদপত্রের সাংবাদিক মহম্মদ রিজওয়ান। অভিযোগ, ঠিক সেই সময় অরিয়েন্ট রো এলাকায় তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে দুই দুষ্কৃতী। ওই সংবাদিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র-নথি ছিনতাই করে চম্পট দেয় দু’জন।

রিজওয়ানকে গুরুতর জখম অবস্থায় কলকাতার ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সম্পূর্ণ ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেনিয়াপুকুর থানার পুলিশ এবং ওই এলাকা থেকে আব্বাস নামে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে হাওড়ার টিকিয়াপাড়া থেকে আটক করা হয় গুলফাম নামে আরও এক জনকে। পুলিশ সূত্রে খবর, হাওড়া ও কলকাতায় একাধিক অপরাধ মূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত দু’জন। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours