১৬তম আইপিএল শুরুর আগের দিন ক্যাপ্টেন্স মিটে ছিলেন না মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা। খোঁজ খোঁজ রব পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Rohit Sharma: 'অসুস্থ' থাকায় ক্যাপ্টেন্স মিটে অনুপস্থিত রোহিত, প্রথম ম্যাচে খেলবেন?
Image Credit Source: Twitter
আমেদাবাদ: কোথায় গেলেন রোহিত শর্মা? সোশ্যাল মিডিয়ায় খোঁজ খোঁজ রব পড়ে গিয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে (IPL 2023)। আইপিএল শুরুর আগের দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রি-আইপিএল ক্যাপ্টেন্স মিটে পাওয়া যায়নি রোহিতকে (Rohit Sharma)। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে ছাড়াই ক্যাপ্টেনদের ফটোসেশন হয়েছে। আইপিএল ট্রফিকে মাঝখানে রেখে মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুলরা পোজ দিলেও ছবি থেকে উধাও রোহিত শর্মা। কী এমন ঘটল যে পাঁচ বারের আইপিএল জয়ী অধিনায়ক ক্যাপ্টেন্স মিটে এলেন না। তাহলে কী চোট নাকি অসুস্থতা? ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ১৬তম সংস্করণ শুরুর ঠিক আগে রোহিতকে নিয়ে বেজায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন অনুরাগীরা। কিছুক্ষণের মধ্যেই টুইটারে ট্রেন্ডিং Where is Rohit? টুইটারে মিমের ছড়াছড়ি।
রোহিতের অনুপস্থিতির কারণ চমকে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানদের। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, রোহিত নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণে প্রি-আইপিএল ক্যাপ্টেন্স মিটে তাঁকে পাওয়া যায়নি। অসুস্থতা নিয়ে মুম্বই থেকে আমেদাবাদ ট্রাভেল করতে চাননি রোহিত। ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। তারকাখচিত আরসিবির বিরুদ্ধে নামার আগে কোনওরকম ঝুঁকি নিতে চান না রোহিত। তাই আমেদাবাদে না যাওয়ার সিদ্ধান্ত নেন। বুধবার মুম্বইয়ে এমআইয়ের প্রি-টুর্নামেন্ট সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হিটম্যান।
রোহিতের অসুস্থতার খবর ছড়াতেই আরও দুশ্চিন্তা এমআই ফ্যানদের ঘিরে ধরেছে। তাঁদের প্রশ্ন, প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে রোহিতকে আদৌ পাওয়া যাবে তো? চিন্তাটা স্বাভাবিক। সাময়িক অসুস্থ হলেও প্রথম ম্যাচে রোহিতের খেলা নিয়ে সংশয় নেই। এদিকে বৃহস্পতিবারের ফটোশুটে রোহিতের পাশাপাশি ছিলেন না সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার প্রথম ম্যাচে খেলবেন না। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। বাকি আটটি দলের অধিনায়ক এদিন উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
Post A Comment:
0 comments so far,add yours