কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তাঁর লোকসভা কেন্দ্রে 'নিখোঁজ', সাংবাদিক বৈঠক করে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

ফের কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের তোপের মুখে রাহুল গান্ধী (Rahul Gandhi)। ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তাঁর লোকসভা কেন্দ্রে ‘নিখোঁজ’ বলেও এদিন মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী (Anurag Thakur)। একইসঙ্গে কোচিতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় কেরল সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অনুরাগ ঠাকুর। রাজ্যে ‘জরুরি অবস্থা’ চালু হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।


এদিন এর্নাকুলামে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় ক্রীড়া, যুব ও তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। সেই বৈঠক থেকেই এদিন ফের সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। লন্ডনের মাটিতে দাঁড়িয়ে ‘ভারতের গণতন্ত্র বিপন্ন’ মন্তব্যের কড়া সমালোচনা করে অনুরাগ ঠাকুর বলেন, “তিনি কোনও ব্যক্তিকে ঘৃণা করতে পারেন, কিন্তু দেশকে ঘৃণা করতে পারেন না।” একইসঙ্গে সংসদে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না, মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, সেটা মিথ্যা বলে দাবি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ওটা মাইকের সমস্যা ছিল।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours