ইন্দরামা কারখানায় পিছনে জঙ্গল এলাকায় প্রচুর হোগলা পাতা মজুত ছিল। সেই হোগলা পাতার স্তূপেই আগুন লেগে যায়।
ভরসন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড হলদিয়া শিল্পাঞ্চলে। শুক্রবার সন্ধ্যায় হলদিয়ার ইন্দরামা কারখানায় পিছনে জঙ্গলে বিধ্বংসী আগুন লেগেছে। জঙ্গল এলাকায় আগুন লাগায় কয়েক মিনিটের মধ্যেই দ্রুতবেগে তা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। আগুনের পরিধি ক্রমশ বাড়তে থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার দুর্গাচক থানা এলাকার ইন্দরামা কারখানায় পিছনে জঙ্গল এলাকায় প্রচুর হোগলা পাতা মজুত ছিল। সেই হোগলা পাতার স্তূপেই আগুন লেগে যায়। যদিও হোগলার স্তূপে কী ভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্গাচক থানার পুলিশ। তবে ৮টি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।
এদিকে, হাওয়ার গতি তীব্র থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে। হোগলা স্তূপে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আরও ২টি ইঞ্জিন নিয়ে আসা হয়। দমকলের ৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। তবে আগুন লাগার ঘণ্টা খানেক পরেও ফায়ার পকেট চিহ্নিত করা যায়নি। ফলে আগুনও নিয়ন্ত্রণে আসেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাতে শুরু করেছে পুলিশ। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও দমকল বাহিনী। কী ভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী।
Post A Comment:
0 comments so far,add yours