স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের নিয়োগ মামলায় ওএমআর কারচুপির অভিযোগ উঠেছিল। তাঁদের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করার কথা ইতিমধ্যেই জানিয়েছে এসএসসি।
এসএসসি (SSC)-র নবম দশমের নিয়োগ সংক্রান্ত মামলায় স্বস্তি পেলেন না ‘অযোগ্য’রা। ওএমআরশিট (OMR Sheet) কারচুপির অভিযোগে চাকরি বাতিল নিয়ে পদক্ষেপ করতে কমিশনকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরি প্রার্থীরা। কিন্তু সেখানও রয়ে গেল অস্বস্তি। চাকরি বাতিলের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না বলে জানিয়ে দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। মামলার শুনানি শেষ হয়েছে। দ্রুত রায় দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, গ্রুপ ডি তে যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁরাও পাল্টা আবেদন করেছিলেন ডিভিশন বেঞ্চে। তবে সেই মামলার শুনানি এখনও শেষ হয়নি।
এদিন হাইকোর্টের স্পষ্ট বক্তব্য ছিল, নবম-দশমের নিয়োগের ক্ষেত্রে ওএমআর কারচুপির যে অভিযোগ উঠেছে, তাতে আদালত চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। স্কুল সার্ভিস কমিশনও মেনে নিয়েছে, ওএমআর-এর প্রাপ্ত নম্বর আর তাদের সার্ভারের নম্বরের মধ্যে ফারাক রয়েছে। কমিশন তালিকাও প্রকাশ করেছে, তাই স্থগিতাদেশ দেওয়া হবে না। সব পক্ষের বক্তব্য শোনা হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours