কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের
ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা
সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর শোনাল সুপ্রিম কোর্ট
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। সেই সময় হওয়া পরীক্ষার ফল জানতে না পেরে আদালতের দ্বারস্থ হন এক চাকরি প্রার্থী।
মানিক ভট্টাচার্যকে জরিমানা দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সেই জরিমানার পরিমান একধাক্কায় দ্বিগুন করার নির্দেশ দিলেন তিনি। প্রাথমিকের নিয়োগ পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটি মামলায় জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল প্রাক্তন পর্ষদ সভাপতি মানিককে। এখনও পর্যন্ত জরিমানা দেননি তিনি। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। সেই আর্জি খারিজ করে জরিমানা দ্বিগুন করার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার। গত ৬ ফেব্রুয়ারি বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, সাত দিনের মধ্যে জরিমানার টাকা দিতে হবে মানিককে। তারপরও জরিমানা দেননি জেলবন্দি মানিক।
মায়ারানি পাল নামে এক চাকরি প্রার্থী মামলাটি করেছিলেন। তিনি ২০১৪ সালে প্রাথমিক টেটে অংশগ্রহণ করেছিলেন। ৬ বছর পরও ফল না জানতে পেরে মামলা দায়ের করেন তিনি। মামলকারীর বক্তব্য ছিল, টেটের ফল জানতে না পারায় ২০১৬ এবং ২০২০ সালের দু’টি পরীক্ষাতেও অংশ নিতে পারেননি তিনি। এর ফলে তিনি বঞ্চিত হন।
কী সেই মামলা?
অভিযোগ, ৬ বছর কেটে গেলেও পরীক্ষার ফল জানতে পারেননি চাকরি প্রার্থী মায়ারানি পাল। ২০১৪ সালে প্রাথমিক টেটে অংশগ্রহণ করেছিলেন তিনি। মামলকারীর বক্তব্য ছিল, টেটের ফল জানতে না পারায় ২০১৬ এবং ২০২০ সালের দু’টি পরীক্ষাতেও অংশ নিতে পারেননি। তাই ৬ বছর বাদে তিনি আদালতের দ্বারস্থ হন। সেই মামলায় তৎকালীন পর্ষদ সভাপতি মানিককে ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় আদালত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে পরীক্ষার ফল(২০১৪ টেট) প্রকাশ হলে দেখা যায় উত্তীর্ণ হয়েছেন মায়ারানি পাল।
Post A Comment:
0 comments so far,add yours