শনিবার বৈঠকে বসে জিএসটি কাউন্সিল। বৈঠক শেষে নির্মলা সীতারামন বলেন, রাজ্যগুলিকে বকেয়া জিএসটি মিটিয়ে দেওয়া হবে।

জিএসটি (GST) বাবদ প্রাপ্য বকেয়া রাজ্যগুলিকে মিটিয়ে দেওয়া হবে। ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলিকে ১৬ হাজার ৯৮২ কোটি টাকা দেওয়া হবে। আজ জিএসটি কাউন্সিলের বৈঠকের পর একথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার দিল্লিতে ৪৯ তম বৈঠকে বসে জিএসটি কাউন্সিল। এই বৈঠক অংশ নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমে এই বৈঠকে নেওয়া একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন অর্থমন্ত্রী। তিনি জানান, আজ পর্যন্ত সমস্ত রাজ্যের বকেয়া মিটিয়ে দেবে কেন্দ্র। ঝোলা গুড়, পেন্সিল শার্পনার ও কিছু কিছু ট্র্যাকিং ডিভাইসে পণ্য ও পরিষেবা করও (Goods and Service Tax) কমাল জিএসটি কাউন্সিল।



কেন্দ্রীয় অর্থমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন,পানমশলা ও গুটখা শিল্পে যে কর ফাঁকির অভিযোগ উঠছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই বৈঠকে ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্মলা সীতারামন জানিয়েছেন, নির্ধারিত দিনের পরে বার্ষিক জিএসটি রিটার্ন জমা করলে জরিমানা দিতে হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরা। কেন্দ্রীয় সরকারের বর্ষীয়ান আধিকারিকরা এই বৈঠকে যোগ দেন।

এই বৈঠকে আর কী কী সিদ্ধান্ত নেওয়া হল?


ট্র্যাকিং ডিভাইস বা ডেটা লগার্সে কোনওরকম জিএসটি থাকবে না। আগে এই পণ্যে ১৮ শতাংশ জিএসটি দিতে হত।
কয়লা খননকারী সংস্থা কয়লার অবশিষ্ট অংশ সরবরাহ করলে জিএসটি লাগবে না।
কোর্ট ও ট্রাইব্যুনালের পরিষেবায় এবার থেকে বসবে জিএসটি।
পেন্সিল শার্পনারে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে।
ঝোলা গুড়ে কোনও জিএসটি থাকবে না। আগে এতে জিএসটি ছিল ১৮ শতাংশ।
আর প্যাকেজিং করা ঝোলা গুড়ে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours