ইমরান খান বাঙ্কারে লুকিয়ে আছেন। মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করছেন। সোমবার, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যানের তীব্র নিন্দা করলেন পিএমএল-এন দলের সহ-সভাপতি মরিয়ম নওয়াজ।

ইমরান খান বাঙ্কারে লুকিয়ে আছেন। মহিলাদের তিনি ঢাল হিসেবে ব্যবহার করছেন। সোমবার, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দলের চেয়ারম্যানের তীব্র নিন্দা করলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন দলের সহ-সভাপতি মরিয়ম নওয়াজ। পাকিস্তানের নির্বাচন কমিশনের প্রতিবাদ মামলায় তিনটি নথিতে তাঁর স্বাক্ষর যাচাইয়ের জন্য সোমবার লাহোর হাইকোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল ইমরান খানের। এর আগে বেশ কয়েকবার হাজিরা দেওয়া এড়ালেও, এদিন অবশেষে আদালতে হাজির হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তবে, জিও নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, এরপরও বারংবার আদালতে হাজিরা এড়ানোর জন্য পিটিআই প্রধানকে তুলোধোনা করেন মরিয়ম।


মরিয়ম নওয়াজ আরও অভিযোগ করেছেন, কোনও হাতের লোককে সেনাপ্রধান করে অন্তত ১২ বছরের জন্য পাকিস্তান শাসনের পরিকল্পনা করেছিলেন ইমরান খান। কিন্তু, নওয়াজ শরিফ তাঁর সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন। মরিয়ম বলেন, “ইমরান খান পরবর্তী পাক সেনাপ্রধান নিয়োগ করতে চেয়েছিলেন, কিন্তু তা করতে পারেননি। নওয়াজ শরীফ ভয় পাননি এবং ইমরান খানের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।” কারোর নাম না করে মরিয়ম আরও অভিযোগ করেন, “কিছু লোক ক্ষমতাচ্যুত হওয়ার আগে ইমরান খানের সুবিধা করে দিতে চেয়েছিলেন। কিন্তু, এখন আর কোনও প্রতিষ্ঠান ইমরান খানকে সমর্থন করছে না। পিটিআইয়ের পরাজয় দেওয়ালে লেখা হয়ে গিয়েছে।”

চলতি বছরেই পাকিস্তানের সাধারণ নির্বাচন হওয়ার কথা। তবে, এখনও নির্বাচনের সূচি ঘোষণা করা হয়নি। মরিয়মের দাবি নির্বাচনে তাদের সাফল্য পাওয়া নিশ্চিত। তাঁরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। কখন নির্বাচন হবে, তাই নিয়ে পিএমএল-এন চিন্তিত নয়। মরিয়ম বলেন, “নির্বাচন যখনই হোর আমরা প্রস্তুত। আমি নিজে জনসাধারণের দরজায় দরজায় যাচ্ছি। আমাদের দল কঠোর পরিশ্রম করছে এবং নির্বাচনে জেতা একপ্রকার নিশ্চিত।”



তবে, নির্বাচনের থেকেও পাকিস্তানের সাধারণ মানুষ বর্তমানে অনেক বেশি উদ্বিগ্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। দেশের বিদেশি মুদ্রার ভাঁড়ার কমার সঙ্গে ব্যস্তানুপাতে বাড়ছে মূল্যবৃদ্ধির বোঝা। এই বিষয়টা যে সাধারণ মানুষ মোটেই ভালভাবে নিচ্ছে না, তা মেনে নিয়েছেন মরিয়ম। তবে তিনি দাবি করেন, তাঁদের সরকার পাকিস্তানের অর্থনীতির পুনর্গঠন করছে। তিনি অভিযোগ করেন, ইমরান খানের নেতৃত্বাধীন সরকারই পাকিস্তানের অর্থনীতি ধ্বংস করেছিল। মরিয়ম বলেন, “দেশের অর্থনীতি উন্নয়নের পথে রয়েছে। আমাদের অগ্রগতির দিকে মনোযোগ দেওয়া উচিত।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours