আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৯ ফেব্রুয়ারি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে তলব করা হয়েছিল। কিন্তু, দিল্লির বাজেটের প্রস্তুতির জন্য় সিবিআইয়ের কাছে অতিরিক্ত সময় চেয়ে নেন তিনি।
ফের সিবিআই (CBI) তলবের মুখে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। আবগারি নীতি (Excise Policy) দুর্নীতিকাণ্ডেই ফের মণীশ সিসোদিয়াকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামী ২৬ ফেব্রুয়ারি, রবিবার তাঁকে দিল্লির সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। আবগারি দুর্নীতির বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৯ ফেব্রুয়ারি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে তলব করা হয়েছিল। কিন্তু, দিল্লির বাজেটের প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণ জানিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে অতিরিক্ত সময় চেয়ে নেন উপ-মুখ্যমন্ত্রী। তাঁর সেই আবেদন মঞ্জুর করে সিবিআই। এরপরই আগামী রবিবার তাঁকে তলব করে নোটিশ পাঠানো হল।
Post A Comment:
0 comments so far,add yours