রাখীর চোখে আসামি তাঁর স্বামী আদিল খানই। কিছু মাস আগেই অস্ত্রোপচার হয়েছিল তাঁর।
মিসক্যারেজ হয় রাখী সাওয়ান্তের। কিছু দিন আগেই বিস্ফোরক দাবি করেছিলেন তিনি। জানিয়েছিলেন আদিলের সন্তানের মা হতে পারেননি, এবার রাখী জানালেন কীভাবে গর্ভ সন্তান নষ্ট হয়েছিল তাঁর। রাখীর চোখে আসামি তাঁর স্বামী আদিল খানই। কিছু মাস আগেই অস্ত্রোপচার হয়েছিল তাঁর। রাখী জানিয়েছেন, চিকিৎসক নিষেধ করেছিলেন আগামী তিন মাস কিছু না করতে। মানে কোনওরকম শারীরিক সম্পর্ক যাতে না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে বলেছিলেন। কিন্তু কথা শোনেননি আদিল, এমনটাই দাবি রাখীর। তাঁর কথায়, “কিন্তু ১০ দিনের মধ্যে ওর তর সইল না। ডাক্তার বলল, এখন যদি আবার বাচ্চা চলে আসে তবে আপনার প্রাণ সংশয় হতে পারে।” ডাক্তারের আশঙ্কাকে সত্যি করেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন রাখী। তখন অবশ্য তিনি বিগবসে অংশ নিয়েছেন। প্রসঙ্গত, বিগবস চলাকালীন রাখী একবার বলেছিলেন, তিনি মা হতে চলেছেন। সে সময় সবাই ভেবেছিলেন রাখী বুঝি মজা করছেন। রাখী যে তখন মজা করেননি, সে প্রমাণই যেন মিলছে এবার।
বিগবস থেকে বেরিয়ে এসে বিয়ের ঘোষণা করেন রাখী। আদিলের সঙ্গে বিয়ের সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেন। আদিল যদিও প্রথমটায় মানতে চাননি এই বিয়ের কথা। রাখী জানান, স্বামী বিয়ের কথা মানতে না পারাতেই দুশ্চিন্তায় ডুবে যান তিনি। শুরু হয়ে যায় রক্তপাত। অত্যধিক ব্লিডিংয়ের ফলেই গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় তাঁর।
Post A Comment:
0 comments so far,add yours