এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনও সক্রিয় পদক্ষেপ না করায়, চাষিদের মধ্যে ক্ষোভ বাড়ছে। 

ফসলের দাম নেই, চরম ক্ষতির মুখে কৃষকরা। বিঘার পর বিঘা মাঠের ফসল ট্র্যাক্টর দিয়ে মাঠেই নষ্ট করছেন কৃষকরা। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল (Ghatal) মহকুমার বিভিন্ন এলাকায় । জানা গিয়েছে, ঘাটাল ব্লকের খাসবাড়,বালিডাঙা,মনসুকা ও দাসপুর ব্লকের বিভিন্ন এলাকার কৃষকরা এই সময় লঙ্কার চাষে করেন। এই সময়টায় লঙ্কা চাষ (Chilli Cultivation) করেই পুঁজি সংগ্রহ করেন তাঁরা। অন্যান্য বছরের মতো এই বছরও লঙ্কা চাষ করেন। ফসল ভালো হলেও লঙ্কার দাম না থাকায় চরম বিপাকে কৃষকরা। তাই মাঠের ফসল মাঠেই ট্রাক্টর দিয়ে নষ্ট করে ফেললেন কৃষকরা। ওই জমিতেই বিকল্প চাষের ব্যবস্থা করছেন তাঁরা। কৃষকদের দাবি, এক বিঘে লঙ্কা চাষ করতে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। সেখানে ওষুধ থেকে মজুরি, জমির মাটি তৈরি করার খরচও থাকে। ফসল কিছুটা ভাল হলেও বর্তমানে লঙ্কার দাম বাজারে ১০ থেকে ১২ টাকা কিলো। আর তাই লঙ্কার দাম না থাকায় মাথায় হাত কৃষকদের। অগত্যা মাঠের ফসল মাঠেই ট্র্যাক্টর দিয়ে নষ্ট করে দিচ্ছেন কৃষকরা। কৃষকদের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন, আমাদের চাইনা অনুদান দাম বাড়ুক কৃষক ফসলের।



কিছুদিন আগেই পুরুলিয়ার ঝালদার পুস্থি এলাকার হেঁসলা গ্রামেও একই ধরনের ঘটনা ঘটে। ফসলের দাম না পাওয়ায় বাঁধাকপির ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেন কৃষকরা। চাষিরাই বলছেন, বাঁধাকপি তৈরিতে খরচ পড়ে ৩ থেকে ৪ টাকা, সেখানে পাইকারি বাজারে কৃষক বিক্রি বাঁধাকপি বিক্রি করছেন প্রতি কেজি ৩ টাকা দরে। সব মিলে লোকসানই লোকসান। এই পরিস্থিতিতে পরিবহনের খরচটুকু বাঁচাতে বাঁধাকপির ক্ষেতের ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেন চাষিরা। এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনও সক্রিয় পদক্ষেপ না করায়, চাষিদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours