স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই যুবকের সঙ্গে যে অটোচালক থাকতেন সকাল থেকে তাঁরও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি বারংবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।


বরাহনগরে এক যুবকের মৃত্যু ঘিরে রহস্য। বরাহনগরে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউট (আইএসআই)-র ক্যান্টিন চালাতেন ওই যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম সুমন মাজি। স্থানীয় সুভাষপল্লি এলাকায় অটো চালক সুমন বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। বৃহস্পতিবার সকালে ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। ঘটনার পর থেকে বেপাত্তা অটো চালক যুবক। তাঁর খোঁজ করছে বরাহনগর থানার পুলিশ। প্রতিদিনই সকাল সাড়ে সাতটা নাগাদ কাজের জন্য বাড়ি থেকে বের হতেন সুমন। এদিন তাঁকে বাড়ি থেকে বের হতে না দেখে ডাকাডাকি শুরু করেন প্রতিবেশীরা তাতেও সাড়া না মেলায় খবর দেওয়া হয় পুলিশে। এরপরেই বরাহনগর থানার পুলিশ গিয়ে ঘরে ঢুকে সুমন মাঝি নামে ওই যুবকের দেহ উদ্ধার করে।


স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই যুবকের সঙ্গে যে অটোচালক থাকতেন সকাল থেকে তাঁরও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি বারংবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ওই অটোচালকই খুন করে দেহ ফেলে পালিয়ে গিয়েছেন কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে বরাহনগর থানার পুলিশ। ইতিমধ্যেই ওই অটোচালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে বরাহনগর থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours