আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
বর্ধমানের দিক থেকে একটি গাড়িতে চারজন এসেছিল বলে জানা গিয়েছে।
সাত সকালে পাণ্ডুয়ায় প্রকাশ্যে চলল গুলি। হুগলি বর্ধমান সীমানা লাগোয়া পান্ডুয়ার বোরাগড়ি এলাকায় মঙ্গলবার সকালে গুলি চালানোর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল আটটা নাগাদ এক ব্যক্তিকে জিটি রোডের উপরে গুলি করে দুষ্কৃতীরা। বর্ধমানের দিক থেকে একটি গাড়িতে চারজন এসেছিল বলে জানা গিয়েছে। স্থানীয়রা পাণ্ডুয়া থানায় খবর দেয়। এরপরই পুলিশ গিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে পাঠায়। ওই ব্যক্তির মাথায়, বুকে এবং পাঁজরে তিন জায়গায় গুলি লাগে। পান্ডুয়া হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম দেবীদয়াল কুন্ডু জানান, বর্ধমান থেকে এই গাড়িটি ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। মৃত ব্যক্তি ওই গাড়ির চালক ছিলেন। নাম উদয়ভানু বিশ্বাস। বর্ধমান থেকে গাড়িটি ভাড়া করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল এবং মাঝপথেই চালককে গুলি করা হয়। তবে কী কারণে গুলি তা তদন্ত করে দেখা হচ্ছে। পুরনো কোনও পরিচিতি থেকে এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, সবদিক খোলা রেখেই তদন্ত করছে পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours