চেতন যে শীঘ্রই চাকরি খোয়াবেন এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল বোর্ডের অন্দরে।
চারমাসের মধ্যে ফের চাকরি গেল চেতন শর্মার (Chetan Sharma)। প্রথমবার, দল নির্বাচন নিয়ে সমালোচনার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচকের পদ খুইয়েছিলেন। দ্বিতীয়বার সেই একই চাকরি গেল মুখ খুলে। লুকনো ক্যামেরায় ভারতীয় ক্রিকেটের হাঁড়ির খবর ফাঁস করে দিয়েছিলেন চেতন। স্টিং অপারেশনের জালে ফেঁসে মুখ লুকনোর জায়গা ছিল না। চেতন যে শীঘ্রই চাকরি খোয়াবেন এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল বোর্ডের অন্দরে। চরম বিতর্কের মুখে পড়ে বিসিসিআইয়ের নির্বাচন কমিটির প্রধানের পদ থেকে ইস্তফা পত্র পাঠিয়ে দেন সচিব জয় শাহের কাছে। বোর্ড সচিব ইস্তফা পত্র স্বীকার করেছেন। খবর এনএনআই সূত্রে।
Post A Comment:
0 comments so far,add yours