পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে আয়নাল শেখ ও জাহির নামে দুজনের বিরুদ্ধে। জাহির ও তাঁর ছেলেকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ।


বীরভূমের মাড়গ্রামে (Margram) বোমাবাজিতে (Bomb Blast) দুই তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত আয়নাল শেখকে গ্রেফতার করেছে মাড়গ্রাম থানার পুলিশ । বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এই আয়নাল শেখকে নিয়ে উঠে আসছিল বিস্তর অভিযোগ। গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, এই আয়নাল শেখই প্রথমে কংগ্রেসে ছিলেন, পরে তৃণমূলে যোগ দেন। কিন্তু পঞ্চায়েতের প্রধান না হতে পারাতেই একটা ক্ষোভ ছিল। ঘটনার পর থেকে আয়নাল পলাতক ছিলেন। জানা যাচ্ছে, মাড়গ্রাম ১ ও ২ নম্বর ব্লক আগে কংগ্রেসেরই দখলে ছিল। পরে সেটি তৃণমূলের দখলে নেয়। চলতি মাসের ৫ তারিখ মাড়গ্রামে বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনায় মারাত্মভাবে আহত হন ওই এলাকার পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ ও নিউটন শেখ। ৫ ফেব্রুয়ারি রাতেই মৃত্যু হয় নিউটন শেখের। আশঙ্কাজনক অবস্থায় লাল্টু শেখকে কলকাতা এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। ৬ তারিখ সকালে মৃত্য়ু হয় লাল্টুর। গোটা ঘটনায় ফের রাজ্য় রাজনীতিতে শোরগোল ফেলে দেয়।

পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে আয়নাল শেখ ও জাহির নামে দুজনের বিরুদ্ধে। জাহির ও তাঁর ছেলেকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এই ঘটনার পরই কাকতালীয়ভাবে বদলি করে দেওয়া হয় বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। তাঁর বদলে নতুন পুলিশ সুপার হলেন ভাস্কর মুখোপাধ্যায়।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours