ইন্ডিগো সংস্থার দিল্লি থেকে দেওঘরগামী বিমানে বোমাতঙ্ক। নির্দিষ্ট হুমকি পেয়ে ঘুরিয়ে দেওয়া হল লখনউয়ের দিকে।
ইন্ডিগো সংস্থার দিল্লি থেকে দেওঘরগামী বিমানে বোমাতঙ্ক। সোমবার, দিল্লি থেকে দেওঘরগামী ইন্ডিগো ফ্লাইট নং ৬ই ৬১৯১ বিমানে বোমার রয়েছে বলে একটি নির্দিষ্ট হুমকি আসে। এরপরই বিমানটিকে জরুরি ভিত্তিতে লখনউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। লখনউ বিমান বন্দরে বিমানটি অবতরণের পর সকল যাত্রী এবং মালপত্র নামিয়ে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। তবে, কোথাও কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। প্রায় ৩ ঘণ্টা পর বিমানটিকে ফের ওড়ার অনুমতি দেওয়া হয়। এই বিষয়ে এক বিবৃতি জারি করে ইন্ডিগো বলেছে, “সকল প্রয়োজনীয় নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয়েছে এবং বিমানটিকে টেকঅফের জন্য ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। তদন্তের ক্ষেত্রে, নিরাপত্তা সংস্থাগুলির নিয়ম অনুসরণ করছে ইন্ডিগো।”
Post A Comment:
0 comments so far,add yours