এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাস্তায় অবস্থা খুবই খারাপ। প্রশাসনের কোনও মাথাব্যথা নেই।

ভয়াবহ পথদুর্ঘটনা (Road Accident) প্রাণ কাড়ল তরুণীর। সাঁকরাইলে রবিবার রাতে এই ঘটনা ঘটেছে। একটি টোটো উল্টে মৃত্যু হয় এক তরুণীর। এই ঘটনার পরই ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেহাল রাস্তাই এই দুর্ঘটনার জন্য দায়ী। রাস্তা খারাপের অভিযোগে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয়রা। সোমবার সকাল থেকে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও অবরোধ করলেন মুক্তিপাড়ায়। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তার এমন দশা আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে। এই খারাপ রাস্তার জন্য প্রায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এদিন এক তরুণীর প্রাণও চলে গেল বলেই জানান তাঁরা। রাস্তা না সারালে অবরোধ উঠবে না বলেও হুঁশিয়ারি দেন এলাকার লোকজন। যদিও পরে সাঁকরাইল থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে আশ্বাস দিলে অবরোধ ওঠে। প্রায় দু’ঘণ্টা পর এই অবরোধ ওঠে।

রবিবার রাত ৮টা নাগাদ হাওড়ার বাঁকড়ার বাসিন্দা সামিনা খাতুন (২২) একটি টোটোয় চেপে সাঁকরাইলে তাঁর এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। টোটোটিতে অন্য যাত্রীরাও ছিলেন। সাঁকরাইলে মুক্তিপাড়ার কাছে রাস্তার গর্ত বাঁচাতে কাটাতে গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। গুরুতর আহত হন টোটোয় থাকা চারযাত্রী। তাঁদের সাঁকরাইলের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা সামিনা খাতুন নামে ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours