অভিনেতা ও রাজনীতিবিদ রবি কিষণের পরিবারে শোকের ছায়া। হারালের প্রিয়জনকে।
অভিনেতা ও রাজনীতিবিদ রবি কিষণের পরিবারে শোকের ছায়া। হারালের প্রিয়জনকে। আচমকাই মারা গিয়েছেন তাঁর দাদা রামকৃষ্ণ শুক্লা। টুইটারে এই দুঃসংবাদ জানিয়েছেন রবি। তিনি লিখেছেন, “আমার বড় দাদা রামকৃষ্ণ শুক্লাজি আজ বেলা ১২টায় প্রয়াত হয়েছেন।” কী হয়েছিল তাঁর? পরিবার সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি।” এর আগেও দাদাকে নিয়ে টুইট করেছিলেন তিনি। লেখেন, “আমাদের পরিবারের সত্যিই রাম ছিলেন তিনি। তাঁর ওই হাসি মুখ কোনও ছল ছিল না। তিনি যে এভাবে চলে যাবেন আমরা কেউই ভাবতে পারিনি। আজ ভীষণ একা লাগছে। ওঁর আত্মার শান্তি কামনা করবেন।” অভিনেতার পরিবারের এই খারাপ খবরে সান্ত্বনা জানিয়েছেন, তাঁর সতীর্থরা। এই কঠিন সময় যাতে তিনি ও তাঁর পরিবার কাটিয়ে ওঠেন সে কামনাও করেছেন তাঁর অনুরাগীরা।
ভোজপুরি ছবিতে প্রথম সারির নায়ক হলেন রবি কিষণ। কিন্তু শুধুমাত্র ভোজপুরি ছবিতেই নয় বহু হিন্দি, তামিল ও তেলুগু ছবিতে কাজ করেছেন তিনি। রাজ্যসভার সদস্য তিনি। শুধুমাত্র অভিনেতা বা রাজনীতিবিদই নন। ছবি প্রযোজনাও করেছেন তিনি। এ ছাড়াও কাজ করেছেন টেলিভিশনে। ২০০৬ সালে ‘বিগবস’-এ অংশ নিয়েছিলেন তিনি। ওই শো তিনি জিততে পারেননি। তবে জনপ্রিয়তায় শিখরে পৌঁছেছিলেন তিনি। ১৯৯৩ সালের ১০ ডিসেম্বর বিয়ে করেন রবি, তাঁর চার সন্তান। তিন মেয়ে ও এক ছেলে রয়েছে তাঁর। তাঁর মেয়ে রিবা কিশনও অভিনেত্রী। ২০২০ সালে ‘সব কুশল মঙ্গল’ ছবির মধ্যে দিয়ে ডেবি করেন তিনি। আপতত তাঁদের পরিবারে খারাপ সময়। শোকের সময় যেন পার হয়ে যায় দ্রুত, সেই কামনাই করছেন সকলে।
Post A Comment:
0 comments so far,add yours