কেপটাউনে আজ টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। দেখুন এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
নিলামের পর প্রথম ম্যাচ
মুম্বই উইমেন্স প্রিমিয়র লিগের মেগা নিলামের পর প্রথম ম্যাচ হরমনপ্রীত কৌরদের।
উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের ঘোর কাটিয়ে মাঠে নামছেন দেশের মেয়েরা। টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছে ভারত। আজ হরমনপ্রীত কৌরদের ক্যারিবিয়ান চ্যালেঞ্জ। পাকিস্তানের বিরুদ্ধে দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা খেলতে পারেননি আঙুলের চোটের কারণে। তাঁর অনুপস্থিতিতে ভারতকে জেতানোর দায়িত্ব তুলে নিয়েছিলেন জেমাইমা রডরিগজ, রিচা ঘোষরা। আঠেরোতম ওভারে পরপর তিনটি চার মেরে জয় পাকা করে নেন রিচা ঘোষ। জেমাইমার দুরন্ত অর্ধশতরান ছিল ভারতের জয়ের আর এক অন্যতম চালিকাশক্তি। ৩৮ বলে ৫৩ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ক্যাপ্টেন হরমনপ্রীতের চিন্তা দূর হতে চলেছে। কারণ আশঙ্কা দূর করে ফিরছেন স্মৃতি। এতে টপ অর্ডারও অনেকটা নির্ভরতা পাবে।
Post A Comment:
0 comments so far,add yours