প্রেম নিয়ে চর্চা তুঙ্গে থাকলেও কোথাও গিয়ে যেন ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এবার জুটির ভিডিয়ো।



বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সঙ্গে হৃতিকের প্রেম নিয়ে চলছিল নানা কথা। গত বছর করণ জোহরের জন্মদিনের পার্টিতে নিজেদের সম্পর্কের কথা সকলের সামনে স্বীকার করে নিয়েছিলেন হৃত্বিক-সাবা। এই খবর শিরোনাম তৈরি করেছিল রাতারাতি। সাবাকে সকলে আপন করে নিয়েছেন হৃত্বিকের পরিবারেও। এরপর থেকে মাঝে মধ্যেই তাঁদের এক সঙ্গে দেখা যায় বিটাউনের নানা জায়গায়। কখনও সাবার হাতে হাত রেখে বিমানবন্দরে আসেন হৃতিক, কখনও ছুটির দিনে পোস্ট। লুকোচুরি নয়। বরং পাপারাজ্জির সামনেই প্রেমে শিলমোহর দিয়েছিলেন তাঁরা।

২০১৪। সেলেব দম্পতি হৃতিক রোশন এবং সুজান খানের দাম্পত্য বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তাঁরা এখনও ভাল বন্ধু। লকডাউনের অনেকটা সময়ই একসঙ্গে কাটিয়েছিলেন। কিন্তু শোনা গিয়েছিল, অর্জুন রামপালের সঙ্গে সুজানের ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণেই নাকি হৃতিকের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। যদিও এ নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। সময়ের সঙ্গে সঙ্গে সে গসিপও থিতিয়ে যায়। তার মাস কয়েক আগেই এক রেস্তরাঁয় সাবা-হৃতিক একসঙ্গে খেতে গিয়েই পাপারাজ্জির ক্যামেরা বন্দি হন। শুরু হয় গুঞ্জন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours