গোপাল দলপতির দ্বিতীয় পক্ষের স্ত্রী হলেন হৈমন্তী। তিনি পেশায় একজন মডেল। অভিনয় জগতে 'স্ট্রাগল' করছিলেন

হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের নামে ১ টাকাও পাবেন না। নয়া দিল্লিতে দাঁড়িয়ে TV9 বাংলার প্রতিনিধির কাছে দাবি করলেন নিয়োগ দুর্নীতিতে উঠে আসা গোপাল দলপতি। প্রশ্ন করা হয়, তাঁদের দুজনের নামে কোটি কোটি টাকার সম্পত্তি থাকার অভিযোগ উঠছে, এ অভিযোগ সত্য? দৃঢ় কন্ঠে গোপাল দলপতি বলেন, “হাজার হাজার কোটি টাকা তো দূরের কথা। কোনও সম্পত্তি গোপাল দলপতি ও হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে আছে, সেটা দেখিয়ে দিক কেউ। ওই হাজারটা শুধু জিরো হয়ে যাবে না তো। একটা বাদ দিলে আর বাকি তো সব জিরো জিরো…এটা খুব তাড়াতাড়ি প্রমাণ হবে।




প্রসঙ্গত, গোপাল দলপতির দ্বিতীয় পক্ষের স্ত্রী হলেন হৈমন্তী। তিনি পেশায় একজন মডেল। অভিনয় জগতে ‘স্ট্রাগল’ করছিলেন। সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে। তাঁর কাছেই নাকি রয়েছে সব টাকা। আদালতে যাওয়ার সময়ে এমনটাই দাবি করেছিলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তিনি দাবি করেছিলেন, “সব টাকা গোপাল দলপতির স্ত্রী কাছে রয়েছে।” হৈমন্তীর বাবার বাড়ি হাওড়ার বাকসাড়া এলাকায়। সেখানে গিয়ে জানা যায়, গোপালের সঙ্গে হৈমন্তীর বিয়ে মেনে নেয়নি পরিবার। অন্তত তাঁর মা এমনটাও দাবি করেছিলেন। অথচ প্রতিবেশীরা জানিয়েছিলেন, এলাহি আয়োজন করেই বিয়ে হয়েছিল দুজনের। টালিগঞ্জের একটি ফ্ল্যাটে থাকতেন দুজন। কিন্তু সেখানে গিয়ে জানা যায়, গত কয়েক মাস ধরে, সেখানেও আসছেন না তাঁরা। তাহলে গেলেন কোথায়? গোপাল দলপতির খোঁজ মিলল নয়া দিল্লিতে। এদিকে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর হৈমন্তী কোথায়, তার কোনও সদুত্তর মেলেনি। হৈমন্তীর মা আগেই দাবি করেছিলেন, “ওরা এখন ভিখারি হয়ে গিয়েছে।” কার্যত একই দাবি করলেন গোপালও। দাবি করলেন, তাঁর নামে একটা টাকাও নেই।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours