শুভেন্দু বললেন, 'এটা নির্বাচনী অ্যাজেন্ডা। কারণ, তারা জানে কয়েক মাসের মধ্যে পঞ্চায়েত ভোট। আগামী বছর লোকসভা নির্বাচন। কেউ রাজ্য ভাগের ইস্যু তোলেনি। আপনারা বিধানসভায় নিয়ে এসে আলোচনা করছেন।'
রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) পাশ হল বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। ধ্বনিভোটের মাধ্যমে এদিন বিধানসভায় পাশ হয় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। বঙ্গভঙ্গ ইস্যুতে বিধানসভার অন্দরে এদিন দেখা গেল বিজেপির অন্দরে দুই মত। বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা উত্তরবঙ্গ ভাগের কথা সরাসরি না বললেও, বিষয়টি নিয়ে গণ ভোট চেয়েছেন অধিবেশনের অন্দরেই। অন্যদিকে, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আবার বললেন, ‘এক পশ্চিমবঙ্গ, শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ। এক ভারত, শ্রেষ্ঠ ভারত করে দেখাব আমরা।’ তাঁর বক্তব্য, তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে নির্বাচনী অ্যাজেন্ডা হিসেবে এটিকে ব্যবহার করছে। বললেন, ‘এটা নির্বাচনী অ্যাজেন্ডা। কারণ, তারা জানে কয়েক মাসের মধ্যে পঞ্চায়েত ভোট। আগামী বছর লোকসভা নির্বাচন। কেউ রাজ্য ভাগের ইস্যু তোলেনি। আপনারা বিধানসভায় নিয়ে এসে আলোচনা করছেন। কারণ কী? ২০২১ সালে সরকার আসার পর যে জ্বলন্ত ইস্যু তৈরি হয়েছে, সেখান থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া।’
এদিন বিধানসভায় শুভেন্দু তাঁর বক্তব্যে বোঝানোর চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে ওঠা বঙ্গভঙ্গর অভিযোগ উদ্দ্যেশ্য প্রণোদিত এবং ভোটের আগে হাওয়া গরম করাই এর লক্ষ্য। শুভেন্দুর সেই বক্তব্য বিধানসভায় রেকর্ড হয়। পরিসংখ্যান দিয়ে শুভেন্দু বোঝানোর চেষ্টা করেন, বঞ্চনা রাজ্যের সর্বত্রই চলছে – উত্তর থেকে দক্ষিণ। প্রসঙ্গত, অতীতে বিজেপির বেশ কয়েক জন সাংসদ ও বিধায়ক উত্তরবঙ্গ ভাগের কথা বললেও, বিজেপি যে বঙ্গভঙ্গ চায় না, তা এদিন বিধানসভায় বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, এদিন বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে রাজ্য বিধানসভায় ১৮৫ মোশনে প্রস্তাব আনেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন। সেখানে মূল বক্তব্য ছিল, ‘কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি বঙ্গভঙ্গ করার সমস্ত রকমের অপচেষ্টা চালাচ্ছে, যা রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী। যেহেতু, রাজ্যে সকল শ্রেণির মানুষের ঐক্য ও সংহতি অক্ষুণ্ণ রাখা রাজ্যের জনগণের আকাঙ্খার সঙ্গে সংহতিপূর্ণ; তাই এই সভা এই ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা করছে এবং রাজ্যের শান্তি ও সম্প্রীতি রক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গকে অটুট রাখার জন্য সকল স্তরের জনগণের কাছে আবেদন জানাচ্ছে।’
Post A Comment:
0 comments so far,add yours