এ দিন সভামঞ্চ থেকে গত দু'বছরের পঞ্চায়েতে ভুল স্বীকার করেন তিনি।
কোচবিহার: শনিবার কোচবিহারের মাথাভাঙায় সভা ছিল তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এ দিন সভামঞ্চ থেকে গত দু’বছরের পঞ্চায়েতে ভুল স্বীকার করেন তিনি। সঙ্গে এও জানিয়ে দেন কেউ যদি তাঁর নাম করে বলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক তাহলে যেন তৎক্ষনাৎ তাঁকে ফোন করে বিষয়টি জানানো হয়।
দিনের সভামঞ্চ থেকে অভিষেক বলেন, “মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। ২০১৮ আমার নাম ভাঙিয়ে নির্দল হয়ে দাঁড় করিয়ে ছিল। তখন আমি কোচবিহারের দায়িত্বে ছিলাম না। এখন আমি দলের সাধারণ সম্পাদক। সুতরাং কেউ যদি পরিচয় দিয়ে বলেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক তাঁকে দাঁড় করিয়ে অভিষেককে ফোন করবেন। কেউ আমার লোক নয়, যাঁরা মঞ্চে বসে রয়েছে তাঁরাও নয়, যাঁরা সামনে ঘুরঘুর করছে তাঁরাও আমার নয়। একমাত্র আপনারা আমার লোক। আমি আপনাদের লোক। আপনাদের মধ্যে মধ্যস্থতা করার মতো কেউ নেই। সবাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। কোনও অসুবিধা হলে ফোন করবেন।”
Post A Comment:
0 comments so far,add yours