সওকাত মোল্লা বললেন, 'তদন্তে যদি উঠে আসে কেউ দোষী, তাহলে সম্পূর্ণ দায়িত্ব সেই ব্যক্তির। পার্টি জিরো টলারেন্সে চলে।'
রবিবার ভাঙড়ের (Bhangar) তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছিলেন সিবিআই (CBI) আধিকারিকরা। ভাঙড়-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান মোল্লার বাড়িতে অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই নিয়ে মুখ খুললেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা । বুঝিয়ে দিলেন, কেউ দোষ করে সেই দায়িত্ব তার নিজের। দল যে কোনওরকম অন্যায়ের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়ে চলে, সে কথাও বুঝিয়ে দিলেন বিধায়ক। বললেন, ‘তদন্তে যদি উঠে আসে কেউ দোষী, তাহলে সম্পূর্ণ দায়িত্ব সেই ব্যক্তির। পার্টি জিরো টলারেন্সে চলে। এখানে কারও পাপের ভাগ শেয়ার হবে না। অতীতেও দেখেছেন, পার্থ চট্টোপাধ্য়ায় থেকে শুরু করে যাঁরা যাঁরা গ্রেফতার হয়েছেন, তার এক চুল দায়ভার পার্টি নেয়নি।’
ক্যানিং পূর্বের বিধায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, ‘কোন নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে, দল অতীতেও কখনও কোনও রেয়াত করেনি এবং ভবিষ্যতেও করবে না।’ বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা সুনীপ দাস এই বিষয়ে কটাক্ষ করে বলেন, ‘ঘুটে পোড়ে গোবর হাসে।’ তৃণমূল শিবিরকে একহাত নিয়ে তিনি বলেন, ‘আগা পাঁচতলা দুর্নীতিতে যুক্ত। সওকত মোল্লা বড় বড় কথা বলেন। তাঁর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। সময় এলে সব জানা যাবে।’
প্রসঙ্গত, রবিবার দুপুরে ভাঙড় থানার শাকশহর পুকুর গ্রামে ওই তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই। ওই গ্রামেই পেল্লায় তিন তলা বাড়ি রয়েছে ভাঙড়-১ ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লার। বেশ কয়েক ঘণ্টা সেই বাড়িতে ছিলেন সিবিআই অফিসাররা। যদি কী কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা শাহজাহান মোল্লার বাড়িতে গিয়েছিলেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই রাজনৈতিক মহলে জলঘোলা হতে শুরু করে দিয়েছে। এমন অবস্থায় তৃণমূল বিধায়ক সওকত মোল্লা স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও নেতা যদি দোষী প্রমাণিত হন, তার দায় দল কোনওভাবেই নেবে না।
Post A Comment:
0 comments so far,add yours