এখন থেকেই অনেকে তিতাসকে পরবর্তী 'ঝুলন গোস্বামী' হিসেবে দেখছেন। তিতাসের পরিষ্কার জবাব, 'তাঁর সঙ্গে তুলনায় আসাটাই আমার কাছে বিশাল ব্য়াপার। তবে ওনার মতো হতে গেলে আমাকে অনেক দূর যেতে হবে।'


কয়েকটা দিন আগের কথা। মেয়েদের উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়েছে ভারত। মেয়েদের ক্রিকেটে প্রথম আইসিসি ট্রফি। একদিন মঙ্গল বার রাতে দেশে ফিরেছেন বিশ্বজয়ীরা। তবে ঘরে ফেরা হয়নি। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সংবর্ধনার ব্য়বস্থা করা হয়। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-নিউজিল্য়ান্ড তৃতীয় টি-টোয়েন্টি শুরুর আগে সংবর্ধিত করা হয় বিশ্বজয়ী দলকে। ছিলেন ৮৩-এর বিশ্বকাপ জয়ী দলের সদস্য় তথা বিসিসিআই সভাপতি রজার বিনি, মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর। অবশেষে এ দিন ঘরে ফিরলেন বাংলার বিশ্বজয়ী কন্য়ারা। রিচা ঘোষ অবশ্য আসেননি। তিনি দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সিনিয়র দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। বিশ্বজয়ী দলের বাকি দুই সদস্য চুঁচুড়ার তিতাস সাধু এবং হাওড়ার হৃষিতা বসু ঘরে ফিরলেন। বিশ্বজয় করে ফিরল ঘরের মেয়ে,চুঁচুড়ায় উচ্ছাস উন্মাদনা তিতাসকে ঘিরে। বিস্তারিত



দমদম বিমানবন্দরে প্রবেশের পর থেকেই বেশ ধকল যাচ্ছে তিতাসের। বিশ্বজয়ীদের সঙ্গে কথা বলা, একটা ছবি তোলার সুযোগ কেই বা ছাড়তে চায়। ঘরে ফিরেও ফুরসৎ নেই তিতাসের। দমদমে নেমেই তিতাস যান রাজারহাটে। কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং ফাইনালে জেতা ম্যাচের সেরার পুরস্কার তুলে দেন কোচের হাতে। এর পর চুঁচুড়ার বাড়িতে পৌঁছে যান তিতাস। বড় রাস্তায় গাড়ি থেকে নেমে সরু গলিতে কয়েক মিটারের দূরত্বে বাড়ি। এর মধ্যেই ঘিরে ধরেছেন কচিকাঁচারা। তিতাস দিদির সঙ্গে ছবি তোলার আবদার। তিতাসও তাদের নিরাশ করেননি। ঠাকুমা তৃপ্তি সাধুর আর্শিবাদ এবং আলিঙ্গনের পরই বাড়ি ঢুকে পড়েন বিশ্বজয়ী পেসার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours