এখনও সুস্থ নন জাতীয় দলের অন্যতম সেরা পেসার। পিঠের চোট থেকে সেরে উঠতে আরও সময় লাগবে।

বাইশ গজে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah)। নেপথ্যে বুমরার নাছোড় চোট। এখনও সুস্থ নন জাতীয় দলের অন্যতম সেরা পেসার। পিঠের চোট থেকে সেরে উঠতে আরও সময় লাগবে। কম করে আরও পাঁচমাস সময় লাগতে পারে। যে কারণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলেও (IPL 2023) হয়তো খেলতে পারবেন না বুম বুম। গতবছরের সেপ্টেম্বর থেকে বাইশ গজ থেকে দূরে তিনি। শোনা যাচ্ছিল, ২০২৩ আইপিএলে সরাসরি মাঠে নামবেন তিনি। কোটিপতি লিগে মাঠে নামলেও বুমরাকে সবকটি ম্যাচ খেলানোর বিপক্ষে ছিল বিসিসিআই (BCCI)। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের আইপিএলটাও হাতছাড়া হতে চলেছে তাঁর। এমনকী জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও বুমরার খেলা অনিশ্চয়তায় মোড়া। বিস্তারিত রইল


শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে বুমরার মাঠে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি। বর্ডার-গাভাসকর ট্রফিতেও তাঁকে পাওয়ার আশা শেষ হয়ে যায়। ২০২৩ সালের আইপিএল শুরু হতে হতে বুমরা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছিলেন অনেকেই। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে বুমরার। এনসিএ সূত্রে জানা গিয়েছিল, বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছেন বুমরা। যে কারণে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর মাঠে প্রত্যাবর্তনের জোর সম্ভাবনা দেখা দিয়েছিল। সে গুড়েও বালি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ফিট হতে এখনও ৫ মাসের মতো সময় লাগবে বুমরার। তাই আইপিএল এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দুটোই মিস করতে পারেন তিনি। এতে মাথায় হাত পড়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। ১২ কোটি টাকার পেসার মাঠে না নামতে পারলে ফ্র্যাঞ্চাইজির জন্য সেটা মোটেও স্বস্তির বিষয় নয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours