ভারতীয়-আমেরিকান নীলও দীর্ঘদিন ধরেই ইউটিউবের সঙ্গে যুক্ত। ২০০৮ সালে তিনি গুগলে যোগ দেন।


 গুগলের পর এবার ইউটিউবেরও (YouTube) প্রধান হচ্ছেন এক ভারতীয় বংশোদ্ভূত। বৃহস্পতিবারই ইউটিউবের চিফ এগজেকিউটিভ অফিসার (CEO) সুজ়ান ওয়োজ়সিকি (Susan Wojcicki) জানান, তিনি ইউটিউবের প্রধানের পদ থেকে সরে যেতে চলেছেন। তাঁর বদলে ইউটিউবের নতুন সিইও হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন (Neal Mohan)। দীর্ঘ নয় বছর ধরে ভিডিয়ো স্ট্রিমিং মাধ্যম ইউটিউবের যাবতীয় দায়িত্ব পালন করার পর সরে দাঁড়াচ্ছেন সুজান। তাঁর জায়গাতেই এবার থেকে ইউটিউব সামলাবেন নীল মোহন। এর আগে তিনি ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার ছিলেন।




বৃহস্পতিবার সুজান ওয়োজ়সিকি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে ইউটিউবের সিইও পদ থেকে সরে আসার কথা ঘোষণা করেন। বছর ৫৪-র সুজান জানান, তিনি এবার পরিবার, স্বাস্থ্য ও ব্য়ক্তিগত বিভিন্ন প্রকল্পে সময় দিতে চান। ইউচিউবের জন্মলগ্ন থেকেই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সুজান। গুগলেরও শুরুর দিকের অন্য়তম প্রধান কর্মচারী ছিলেন তিনি। বিগত ২৫ বছর ধরে তিনি গুগলের প্রতিষ্ঠাতা সংস্থা অ্যালফাবেটের সঙ্গে যুক্ত। গুগলের আগে তিনি ইন্টেল সংস্থাতেও কাজ করেছেন। তাঁর বাড়ির গ্যারাজ থেকেই পথচলা শুরু করেছিল ইউটিউব। এরপরে তিনি গুগল সংস্থায় যোগ দেন। সেখানে বিজ্ঞাপন পণ্য বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এরপরে ২০১৪ সালে তিনি ইউটিউবের সিইও হন। বিগত ৯ বছর ধরে তিনি এই পদে দায়িত্ব পালন করছেন
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours