আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ নেবেন কলেজিয়ামের প্রস্তাবিত ৫ বিচারপতি।
সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে জটিলতার কাটল অবশেষে। কেন্দ্রের সম্মতির পর শনিবার রাতেই কলেজিয়ামের প্রস্তাবিত ৫ জনকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। টুইট করে খবরটি জানিয়েছেন খোদ আইনমন্ত্রী কিরেণ রিজিজু। আগামী সপ্তাহেই তাঁরা সুপ্রিম কোর্টের বিচারপতি পদে শপথ নেবেন।
কলেজিয়ামের প্রস্তাবিত ৫ বিচারপতিকে নিয়োগ করার খবরটি জানিয়ে আইনমন্ত্রী কিরেণ রিজিজু টুইটারে লিখেছেন, “ভারতের সংবিধান অনুসারে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুখ্য বিচারপতির প্রস্তাবিত হাইকোর্টের বিচারপতিদের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন।” তিনিও ওই ৫ বিচারপতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
জানা গিয়েছে, হাইকোর্টের যে ৫ বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হল তাঁরা হলেন, রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিথাল, পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল, মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি পিভি সঞ্জয় কুমার, পাটনা হাইকোর্টের বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লা এবং এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মনোজ মিশ্র। এই পাঁচজনকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করতেই সুপারিশ করেছিল কলেজিয়াম। বর্তমানে সুপ্রিম কোর্টে মোট ২৭ জন বিচারপতি রয়েছেন। এঁরা শপথ নিলে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা হবে ৩২। সম্ভবত, আগামী সপ্তাহেই এই ৫ বিচারপতি শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নেবেন।
Post A Comment:
0 comments so far,add yours