মাত্র 4 মিনিটের মাথায় Realme GT Neo 5 ফোনটি 50% চার্জ হতে পারে। তার থেকেও বড় কথা, 0-100% চার্জ হতে ফোনটি সময় নেয় 10 মিনিটেরও কম। আর তার ক্রেডিটটাই নিয়ে নেবে ফোনের 240W ফাস্ট চার্জিং ক্ষমতা।
5 ফোনটিকে এই মুহূর্তে পৃথিবীর সবথেকে দ্রুততম চার্জিং (Fast Charging) ক্ষমতাসম্পন্ন ফোন বলা হচ্ছে। সদ্যই এই ফোন হাজির হয়েছে Realme-র ঘরের মার্কেট অর্থাৎ চিনের বাজারে। GSM Arena-র রিপোর্ট অনুযায়ী, মাত্র 4 মিনিটের মাথায় ফোনটি 50% চার্জ হতে পারে। তার থেকেও বড় কথা, 0-100% চার্জ হতে ফোনটি সময় নেয় 10 মিনিটেরও কম। আর তার ক্রেডিটটাই নিয়ে নেবে ফোনের 240W ফাস্ট চার্জিং ক্ষমতা। GT Neo 5 হ্যান্ডসেটে অত্যাধুনিক Li-Po 4600 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যদিও এই ব্যাটারি বিল্ট-ইন অবস্থায় রয়েছে ফোনের সঙ্গে। অর্থাৎ আপনি ফোনটির ব্যাটারি খুলে নিতে বা সোয়্যাপ করতে পারবেন না। তা-ও কটা ফোনেই বা এমনতর ফাস্ট চার্জিং ক্ষমতা থাকে। তবে এই ফোনের একাধিক ব্যাটারি ভ্যারিয়েন্ট রয়েছে। 5,000mAh ব্যাটারি ইউনিটটি হল বেস, যা 150W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অন্য দিকে আবার ফোনের চপ মডেলে রয়েছে 4,600mAh ব্যাটারি, যা 240W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।
Realme GT Neo 5: দাম, রং, উপলব্ধতা
Realme GT Neo 5-এর বেস মডেলে রয়েছে তিনটি স্টোরজ অপশন। 8GB + 256GB, 12GB + 256GB and 16GB + 256GB মডেলগুলির দাম যথাক্রমে 2,499 Yuan (30,430 টাকা প্রায়), 2,699 Yuan (32,865 টাকা প্রায়) এবং 2,899 Yuan (টাকা প্রায়)। অন্য দিকে আবার ফোনটির টপ ভ্যারিয়েন্ট অর্থাৎ যা 240W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তার দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। সেই 16GB + 256GB এবং 16GB + 1TB মডেলগুলির দাম যথাক্রমে 3,199 Yuan (38,954 টাকা প্রায়) এবং 3,499 Yuan (42,607 টাকা প্রায়)।
ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পন্ন এই লেটেস্ট Realme ফোনের দুই ব্যাটারি ভার্সনই চিনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে। 15 ফেব্রুয়ারি থেকে ফোনটির ফার্স্ট সেল শুরু হবে চিনের অনলাইন রিটেলার এবং অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে। Realme GT Neo 5-এর দুটি মডেলেরই কালো, সাদা এবং বেগুনি এই তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে।
এই ফোনের পিছনে রয়েছে বড় ক্যামেরা আইল্যান্ড, যাতে ট্রান্সপারেন্ট উইন্ডো এবং ক্যামেরা সিস্টেমের ঠিক ডানদিকে রয়েছে LED লাইটিং। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ফোনের পিছনের এই ট্রান্সপারেন্ট উইন্ডো থেকে চিপসেটটি দেখা যাবে, যা ফোনটিকে চালনা করছে। এছাড়াও ওই উইন্ডোতে রয়েছে Halo LED লাইটিং, যা RGB এনাবলড এবং 25টি ভিন্ন কালার অপশন অফার করে।
Realme GT Neo 5: ফিচার ও স্পেসিফিকেশন
1) Realme GT Neo সিরিজ়ের এই লেটেস্ট ফোনটিতে রয়েছে 6.74 ইঞ্চির OLED ডিসপ্লে, যার পিক্সেল রেজ়োলিউশন 2772 X 1240 পিক্সেলস। ডিসপ্লেটি 144Hz রিফ্রেশ রেট এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে।
2) স্মার্টফোনটি ইক্যুইপ করা রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেটের সাহায্যে, যা 16GB RAM এবং 1TB ইনবিল্ট স্টোরেজ সাপোর্ট করে।
3) Realme GT Neo 5 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 50MP Sony IMX890 সেন্সর, যা OIS সাপোর্ট করে। সেকেন্ডারি হিসেবে রয়েছে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তাতে আবার একটি Sony IMX355 সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে আর একটি 2MP ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
4) এখন ব্যাটারির দিক থেকে প্রথম মডেলটি 150W ভ্যারিয়েন্ট, যাতে 5000mAh ব্যাটারি রয়েছে। এই মডেলটি 150W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অন্য দিকে আবার 4,600mAh ব্যাটারির মডেলটি বিশ্বের প্রথম কোনও স্মার্টফোন, যা 240W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Post A Comment:
0 comments so far,add yours