রয়্যাল এনফিল্ড (Royal Enfield) 10 জানুয়ারি তাদের প্রিমিয়াম ক্রজার বাইক Super Meteor 650 লঞ্চ করল। 2022-এর নভেম্বরে ইতালির মিলান শহরে আয়োজিত EICMA-তে ( International Motorcycle and Accessories Exhibition) আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করেছিল এটি।

অপেক্ষার অবসান ঘটিয়ে শেষে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) 10 জানুয়ারি তাদের প্রিমিয়াম ক্রজার বাইক Super Meteor 650 লঞ্চ করল। 2022-এর নভেম্বরে ইতালির মিলান শহরে আয়োজিত EICMA-তে ( International Motorcycle and Accessories Exhibition) আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করেছিল এটি। তবে চলুন দেখে নেওয়া যাক Super Meteor 650 বাইকটির সমস্ত স্পেসিফিকেশন।



রয়্যাল এনফিল্ডের এই ফ্লাগশিপ Super Meteor 650-এর পারফরম্যান্সের বিষয়ে বলতে গেলে সংস্থার 650 সিসির অন্য দুই মডেল যথাক্রমে Interceptor 650 ও Continental 650-র মতোই সুপার মিটিওর 650 ক্রজারেও একই ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এমনকি 650 সিসির আগের দুই মডেলের মতোই এতেও 6টি গিয়ার বক্স রয়েছে যুক্ত করা হয়েছে। যা 7,250 আরপিএম গতিতে সর্বোচ্চ 46 BHP এবং 5,650 RPM স্পিডে 52.3 NM টর্ক উৎপাদন করতে পারবে।

Super Meteor 65 ক্রজারে সাসপেনশনের জন্য সামনের চাকায় ব্যবহার করা হয়েছে 43 MM USD টেলিস্কোপিক ফর্ক। পিছনের চাকায় রয়েছে প্রিলোড অ্যাডজাস্টেবল স্প্রিং সাসপেনশন। এমনকি Interceptor 650 ও Continental 650-এ ব্যবহার করা টিউবুলার ফ্রেমই এই মডেলটিতে উপস্থিত রয়েছে। রয়্যাল এনফিল্ডের এই ফ্লাগশিপ বাইকে রয়েছে এলইডি হেডলাইট, টেললাইট, ইউএসবি চার্জিং পোর্ট সহ নেভিগেশন পড ও ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা।

স্টাইলিং এর দিক থেকে Super Meteor 65 অত্যন্ত আকর্ষণীয়। এর ডিজাইন অনেকটা ক্রজার বাইক Meteor 350 এর মত। সংস্থা Super Meteor 65-এর জন্য নানা অ্যাক্সেসরি প্যাক এবং কালার অপশন অফার করবে। বাইকটি ব্লু, ব্ল্যাক এবং গ্রিন এই তিনটি রং উপলব্ধ। এছাড়া ইন্টারস্টিলার গ্রে এবং ইন্টারস্টিলার গ্রিন এই দুটি রংয়ের অপশনও মিলবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours