ই-কমার্স জায়ান্ট সংস্থা Flipkart, iPhone 11 মডেলের উপর বাম্পার অফার দিচ্ছে। যার ফলে ফোনটি 20,000 টাকারও কমে কেনা যাচ্ছে। অর্থাৎ এখন আপনি চাইলেই একটি মিড রেঞ্জ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দামেই কিনতে পারবেন প্রিমিয়াম iPhone।
এই মুহূর্তে যদি একটি নতুন iPhone কিনতে চান, তাহলে ইচ্ছেপূরণের চাবিকাঠি হতে পারে Flipkart-এর একটি অফার। প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে Apple iPhone সবসময়ই এগিয়ে থাকে। সম্প্রতি ই-কমার্স জায়ান্ট সংস্থা Flipkart, iPhone 11 মডেলের উপর বাম্পার অফার দিচ্ছে। যার ফলে ফোনটি 20,000 টাকারও কমে কেনা যাচ্ছে। অর্থাৎ এখন আপনি চাইলেই একটি মিড রেঞ্জ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দামেই কিনতে পারবেন প্রিমিয়াম iPhone।
iPhone 11-এর 128 GB এবং 156 GB উভয় মডেলেই এই ছাড় পাওয়া যাচ্ছে। তবে জেনে নেওয়া যাক যে গ্রাহকরা Flipkart থেকে কীভাবে এই অফারের সুবিধা পেতে পারেন। Flipkart-এর নতুন বছরের এই অফার পেতে গ্রাহকদের এইচডিএফচি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করতে হবে।
ভারতের বাজারে iPhone 11 মডেলের 64 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 43,900 টাকা। তবে ফ্লিপকার্ট এই দামের ওপর 8% ছাড় দিচ্ছে। ফলে আইফোনটি 39,999 টাকায় কিনতে পারবেন। তবে আপনি যদি পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে ফ্লিপকার্ট থেকে iPhone 11 কেনেন, তাহলে আপনি আরও 23,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পাবেন। সেক্ষেত্রে সমস্ত অফার কাজে লাগিয়ে iPhone 11 কেনার জন্য আপনাকে 16,999 টাকা খরচ করতে হবে। এছাড়া iPhone 14 Plus-এর 128 GB এবং 156 GB মডেলের দাম যথাক্রমে 89, 900 টাকা এবং 99,900 টাকা। এই অফারে গ্রাহকরা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে 4,796 টাকার ডিসকাউন্ট এবং 3 হাজার টাকার ইনস্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন।
আবার কেউ ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে 5% ক্যাশব্যাক পাবেন। অন্যদিকে ইউপিআই ট্রানজাকশন করলে পাবেন 250 টাকা ছাড়। উল্লেখ্য, iPhone 11 কেনার ক্ষেত্রে নো কস্ট ইএমআই অপশনও পাবেন।
iPhone 11-এর স্পেসিফিকেশন:
iPhone 11 -এ রয়েছে 6.1 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে। এই ফোনে IPS LCD ডিসপ্লে দিয়েছিল Apple। থাকছে Apple A13 Bionic চিপ। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় রয়েছে 12 MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 12 MP আলট্রা ওয়াইড সেন্সর। সঙ্গে 12 MP সেলফি ক্যামেরা পাবেন। থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
Post A Comment:
0 comments so far,add yours