গঙ্গাসাগর মেলার কচুবেড়িয়ার মেলা পয়েন্টে পুলিশের অস্থায়ী ক্যান্টিনে ভয়াবহ আগুন
গঙ্গাসাগরের হেলিপ্যাড ময়দান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অসুস্থ এক পুণ্যার্থীকে কলকাতায় পাঠানো হলো
গঙ্গাসাগর মেলায় নজরদারিতে থাকছে NDRF-এর মহিলা কর্মীরা
গঙ্গাসাগরের সমুদ্র তটে সাংস্কৃতিক মঞ্চে কৃষ্ণ নামে মাতিয়ে দিলেন বিদেশী ভক্তরা
গঙ্গাসাগর মেলায় নিরাপত্তার পাশাপাশি স্বচ্ছতার ওপর বিশেষ জোর দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
বিজাপুর জেলার তারেম থানার অন্তর্গত পেগদাপল্লি গ্রামের কাছে এই ঘটনা ঘটে। শনিবার সকাল পৌনে ৯টা নাগাদ ঘটে বিস্ফোরণ।
ছত্তীসগঢ়ের বিভিন্ন এলাকায় এখনও মাওবাদী, নক্সালদের শিকড় ছড়িয়ে রয়েছে। সে জন্য সেখানকার কয়েকটি এলাকায় মোতায়েন থাকে কেন্দ্রীয় বাহিনী। তাঁরা ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা দেখভালের পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজ করে। নিয়ম করে এলাকায় টহল দেওয়ার তাঁদের কাজের মধ্যে পড়ে। শনিবার সে রকমই নিয়মমাফিক টহল দিচ্ছিলেন সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স)-এর জওয়ানরা। ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় টহল দিচ্ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা। সে সময়ই আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটে। এতেই আহত হন কয়েক জন। তবে এক জন অ্যাসিট্যান্ট সাব ইনস্পেক্টর গুরুতর আহত হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা। পুলিশের অনুমান নক্সালরাই এই বিস্ফোরণ ঘটিয়েছেন। ওই এলাকায় আইইডি রেখে বিস্ফোরণ ঘটনো হয়েছে। এর পর ওই এলাকায় বাহিনীর নজরদারি আরও বেড়েছে।
বিজাপুর জেলার তারেম থানার অন্তর্গত পেগদাপল্লি গ্রামের কাছে এই ঘটনা ঘটে। শনিবার সকাল পৌনে ৯টা নাগাদ ঘটে বিস্ফোরণ। সিআরপিএফ-এর ১৫৩ তম ব্যাটেলিয়নের জওয়ানরা টহল দিচ্ছিলেন। সে সময় প্রেসার অ্যাক্টিভেটেড আইইডি ফাটে। ওই ঘটনায় আহত হয়েছেন ওই অ্যাসিট্যান্ট সাব ইনস্পেক্টর। তাঁর নাম মহম্মদ আসলাম।
Post A Comment:
0 comments so far,add yours