দীর্ঘদিন বাদে ৬ বিদেশিকে হাতে পেয়েছেন ফেরান্দো। এটা অবশ্যই স্বস্তিদায়ক বাগান কোচের কাছে। মুম্বই বাধা পেরিয়ে নতুন বছরের প্রথম ম্যাচেই জয় তুলে নিতে চায় এটিকে মোহনবাগান।
গত কয়েক বছরে এটিকে মোহনবাগানের সামনে কঠিন বাধা হয়ে দাঁড়িয়েছে মুম্বই সিটি এফসি। এ বারের আইএসএলেও দুরন্ত ফর্মে দেস বাকিংহ্যামের ছেলেরা। মুম্বই ম্যাচের আগেই চোটের জন্য আইএসএল থেকে ছিটকে গিয়েছেন দীপক টাঙরি। মুম্বই ম্যাচে মাঠে নামার আগে এই চিন্তাটা অবশ্যই বাড়িয়েছে বাগান কোচ হুয়ান ফেরান্দোকে। শেষ ৮টা ম্যাচই জিতেছে মুম্বই। আইএসএলে ৪০ গোল করে নিজেদেরই রেকর্ড ভেঙে দিয়েছে বাকিংহ্যামের দল। প্রথম পর্বের ম্যাচে মুম্বইয়ের সঙ্গে ২-২ ড্র করে মোহনবাগান। দীর্ঘ কয়েক দিন ছুটি কাটিয়ে আজ সন্ধ্যায় মাঠে নামছে সবুজ-মেরুন শিবির। দুই নতুন বিদেশি উরুগুয়ের অ্যাটাকার ফেডরিকো গ্যালেগো আর সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচ যোগ দিয়েছেন বাগান শিবিরে। বিস্তারিত
ঘরের মাঠে খেলা। সেই সুযোগটাই তুলতে চাইছে এটিকে মোহনবাগান। ১২ ম্যাচে বোমাসদের ঝুলিতে ২৩ পয়েন্ট। অন্যদিকে মুম্বই ১৩ ম্যাচে ৩৩ পয়েন্টে দাঁড়িয়ে। ১০ পয়েন্টের ফারাক। চার নম্বরে আছে সবুজ মেরুন। লিগের শীর্ষে পৌঁছতে বাকি ম্যাচগুলো জিততেই হবে বাগানকে। মুম্বইয়ের অশ্বমেধের ঘোড়া থামিয়ে সেই লক্ষ্যে পৌঁছতে চায় ফেরান্দোর দল।
রক্ষণ মজবুত করেই যুবভারতীতে নামতে চাইছে এটিকে মোহনবাগান। দিমিত্রি পোত্রাতোস আর গ্যালেগোকে শুরু থেকেই খেলানোর ভাবনায় আছেন ফেরান্দো। লিগ শিল্ড পাওয়ার ব্যাপারে এখনও আশাবাদী বাগান হেডস্যার। মনবীর সিং এখনও পুরোপুরি চোটমুক্ত নন। মুম্বইয়ের দুই উইঙ্গার বিপিন সিং আর ছংতের দৌড় থামানোই লক্ষ্য বাগান শিবিরের। দীর্ঘদিন বাদে ৬ বিদেশিকে হাতে পেয়েছেন ফেরান্দো। এটা অবশ্যই স্বস্তিদায়ক বাগান কোচের কাছে। দিয়াজ, স্টুয়ার্ট, আলবার্তো নগুয়েরার মতো গোলমেশিনরা যখন তখন ম্যাচের রং পাল্টে দিতে পারেন। সতর্ক থাকতেই হবে প্রীতম, শুভাশিসদের। মুম্বই বাধা পেরিয়ে নতুন বছরের প্রথম ম্যাচেই জয় তুলে নিতে চায় এটিকে মোহনবাগান।
Post A Comment:
0 comments so far,add yours