পরিস্থিতিতে সিলেবাসে যে বদল আনা হয়েছিল, সেটা বদলে আবার পুরনো নিয়মে ফিরে যাচ্ছে সংসদ।
পুরনো নিয়মেই ফিরতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর হোম সেন্টারে পরীক্ষা নয়। বাইরের স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। কোভিডকালে পরীক্ষা হয়েছিল হোম সেন্টারে। এবার কোভিড বিধিকে মান্যতা দিয়ে পরীক্ষা হলেও অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, এবার বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার্থীরা। তবে একইসঙ্গে বলা হয়েছে এখনও মানতে হবে কোভিড বিধি। সেক্ষেত্রে পরীক্ষাহলে ঢোকার সময় স্যানিটাইজ করে নিতে হবে হাত। শারীরিক দূরত্ববিধি মেনেই পরীক্ষাহলে বসবেন পরীক্ষার্থীরা। তবে কোনওভাবেই আর হোম সেন্টারে পরীক্ষা নয়। একইসঙ্গে মেয়েরা যে বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাবে, তা কোনও গার্লস স্কুল হবে বলেই সিদ্ধান্ত নিয়েছে সংসদ।
Post A Comment:
0 comments so far,add yours