তিনি চিঠিতে প্রশ্ন করেন, তাঁর স্বাস্থ্যের কী ঘটবে বা ছবিটি বারবার দেখার ফলে তাঁর আচরণের জন্য দায়বদ্ধ থাকবে কে? সোশ্যাল মিডিয়ায় এখন এই ছবিই ভাইরাল। ওই চিঠির স্ক্রিনশটও ঘুরছে নেটমহলে।


যাঁরা নিয়মিত টিভি দেখেন, তাঁদের সোনি ম্যাক্সের (Sony Max) প্রিয় সিনেমার নাম নিশ্চয়ই জানা। ঠিক ধরেছেন, 'সূর্যবংশম' (Sooryavansham)। বারবার সেই চ্যানেলে একই ছবি দেখতে দেখতে আপনিই একা বিরক্ত নন। এক ব্যক্তি ভাইরাল হয়ে গেলেন এই ছবির প্রতি বিরক্ত হয়েই। কী করলেন তিনি?
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours