আমাদের নেতা’, অভিষেককে এভাবেই সম্বোধন করলেন বক্সী
হোলির রাতে রক্তে ভাসল কালিয়াচক! বাইক থামিয়ে কোপের পর কোপ, ঘটনাস্থলেই মৃত্যু যুবকের, হাসপাতালে দাদা
মাঝরাতে লঙ্কা ক্ষেত থেকে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধার, ব্যাপক উত্তেজনা ভাঙড়ে! খুনের দাবি পরিবারের
হরিনাম সংকীর্তন উপলক্ষে বাড়ি ফিরেছিল! সাতসকালেই দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার ঘনাচ্ছে রহস্য, খুন নাকি দুর্ঘটনা? ধন্দে গ্রাম
দহন জ্বালার মধ্যেই স্বস্তি দিতে আসছে বৃষ্টি, সঙ্গে ঝড়! দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর
জনগণের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে দেন, "এবার আমার প্রতি এই ভালোবাসাটা ভোট-বাক্সে দিতে হবে। খালি হাতে যাব না।"
কাটমানি নিতে এলে বাঘের মত দাঁড়িয়ে থাকব। রবিবার হুগলির চণ্ডীতলায় এসে ‘চিতা’ সিনেমার প্রসঙ্গ তুলে এমনই মন্তব্য করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ তুলে মহাগুরু বলেন, “কেন্দ্র যে টাকা দেয়, তার থেকেও কাটমানি খায়। কিন্তু, এখানে সেটা হবে না। বাঘের মতো দাঁড়িয়ে থাকব। একবার বিশ্বাস করুন, অনুরোধ করছি, একবার বিজেপি-কে ভোট দিন।”
এদিন নিজেকে দলের কেবল ক্যাডার বলে জানান বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, “আমি লিডার নই, আপনাদের মত ক্যাডার। কাজের কথা ছোট করে বলি। সবাইকে বলছি, যে কোনও ধর্মের বা পার্টির লোক হোক, লোকসভা অবধি যেতে হবে না। পঞ্চায়েত ভোটে বিজেপিকে নিয়ে আসুন, যাদের কাঁচা বাড়ি আছে তাদের পাকা বাড়ি করে দেখাব। এই দাদা কথা দিচ্ছে। একবার বিজেপিকে সুযোগ দিন। এরা (তৃণমূল) ঘর কি, বাথরুমও তুলে নিয়ে যাচ্ছে।” এমনকি যোগ্যরা চাকরি পাচ্ছে না এবং মেয়েরা নিরাপত্তা পাচ্ছে না বলেও তোপ দাগেন মিঠুন।
Post A Comment:
0 comments so far,add yours