আমাদের নেতা’, অভিষেককে এভাবেই সম্বোধন করলেন বক্সী
হোলির রাতে রক্তে ভাসল কালিয়াচক! বাইক থামিয়ে কোপের পর কোপ, ঘটনাস্থলেই মৃত্যু যুবকের, হাসপাতালে দাদা
মাঝরাতে লঙ্কা ক্ষেত থেকে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধার, ব্যাপক উত্তেজনা ভাঙড়ে! খুনের দাবি পরিবারের
হরিনাম সংকীর্তন উপলক্ষে বাড়ি ফিরেছিল! সাতসকালেই দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার ঘনাচ্ছে রহস্য, খুন নাকি দুর্ঘটনা? ধন্দে গ্রাম
দহন জ্বালার মধ্যেই স্বস্তি দিতে আসছে বৃষ্টি, সঙ্গে ঝড়! দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর
এর আগে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক বেশ জনপ্রিয়তা লাভ করে। এ ছাড়া ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিকও বাজার দর বেশ হাঁকিয়েছিল। সচিন তেন্ডুলকরের ডকুমেন্টরিও প্রকাশ হয়েছে এর আগে। এ বার পালা সৌরভের।
প্রায় এক বছর ধরেই শোনা যাচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কথা। এ বার সেই কাজে গতি আনতে মুম্বই পাড়ি মহারাজের। সোমবার সন্ধেয় বাণিজ্যনগরীতে উড়ে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভের আত্মজীবনী ফুটিয়ে তোলা হবে পর্দায়। বায়োপিক তৈরিতে চিত্রনাট্যর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। ভারতের প্রাক্তন বোর্ড সভাপতির সবুজ সংকেত মিললেই বায়োপিক তৈরির কাজে নামবে ছবির নির্মাতারা। এর আগে শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করতে পারেন রনবীর কাপুর। যদিও সেই কাজ মাঝপথে থেমে যায়। দীর্ঘদিন ধরেই সৌরভের বায়োপিক তৈরির কাজ নিয়ে কথাবার্তা চলছে। তবে এ বিষয়ে কোনও তাড়াহুড়ো চাইছেন না বেহালার বাঁ-হাতি ব্যাটার। বরং আত্মজীবনকে আরও জমজমাট ভাবে পর্দায় প্রকাশ করতে উদ্যোগী মহারাজ। বিস্তারিত
এর আগে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক বেশ জনপ্রিয়তা লাভ করে। এ ছাড়া ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিকও বাজার দর বেশ হাঁকিয়েছিল। সচিন তেন্ডুলকরের ডকুমেন্টরিও প্রকাশ হয়েছে এর আগে। এ বার পালা সৌরভের। তবে সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। মঙ্গলবার ছবির নির্মাতাদের সঙ্গে বায়োপিকের বিষয়ে কথা বলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মুম্বই যাওয়ার আগে বিমানবন্দরে সৌরভ বলেন, ‘বেশ কিছু কাজের জন্যই মুম্বই যাচ্ছি। তবে বায়োপিক তার মধ্যে অন্যতম একটি বিষয়।’
Post A Comment:
0 comments so far,add yours