ইডেনের পিচে বেশি জল ঢালা হয়েছে বলেই ম্যাচের আগের দিনই রব তুলেছিলেন মনোজরা। সঠিক সময়ে ম্যাচ শুরু করা যাবে না বলে আশঙ্কাও প্রকাশ করেছিলেন। বাস্তবে ঘটল সেটাই।


ঘরের মাঠে রঞ্জির (Ranji Trophy 2022-23) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ম্যাচ বাংলার (Bengal Team)। মঙ্গলবার সকাল সকাল ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বাদ সাধল ইডেন গার্ডেন্সের ভেজা পিচ। মঙ্গলবার কলকাতার কনকনে শীতের সকালে টস করা যায়নি। পিচের সঙ্গে মাঠও ভেজা ছিল। বৃষ্টি হয়নি তাহলে পিচ ভেজা কেন? মনোজ তিওয়ারিরা পিচ কিউরেটরদের গাফিলতির দিকে আঙুল তুলেছেন। ইডেনের পিচে বেশি জল ঢালা হয়েছে বলেই ম্যাচের আগের দিনই রব তুলেছিলেন মনোজরা। সঠিক সময়ে ম্যাচ শুরু করা যাবে না বলে আশঙ্কাও প্রকাশ করেছিলেন। বাস্তবে ঘটল সেটাই। দীর্ঘ অপেক্ষার পর বেলা সাড়ে বারোটা নাগাদ টস হয়। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলার। ইডেনে বাংলা-রঞ্জি ম্যাচের বল গড়ায় দুপুর ১টা থেকে


ইতিমধ্যেই বাংলা দল কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করেছে। তাতে কী? অপরাজিত থেকে নকআউটের ম্যাচে নামতে চায় টিম বেঙ্গল। নকআউটে ঝাঁপানোর আগে গ্রুপ এ-র শেষ ম্যাচ ঘরের মাঠে। অবশ্যই এর ফায়দা তোলার চেষ্টা থাকবে মনোজদের। কিন্তু ম্যাচের আগেরদিন উইকেট দেখে মাথায় হাত পড়ে মনোজদের। অনুশীলন পিচের অবস্থাও ছিল এক। অনুশীলন পিচও খেলার যোগ্য নয়। গুরুতর না হলেও সোমবার অনুশীলনের সময় সামান্য আঘাত পান আকাশদীপ। মঙ্গলবার, সারা দিনে চারবার ইডেনের পিচ পরিদর্শন করেন আম্পায়াররা। অবশেষে চার ঘণ্টা পর টস শুরু হয়।

কেন নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর শুরু হল ম্যাচ? ইডেনের পিচে জল দেওয়া নিয়ে স্বাভাবিকভাবেই উঠেছে বিতর্ক। রঞ্জি ট্রফিতে উইকেট তৈরির দায়িত্ব থাকে বোর্ডের উপর। অর্থাৎ কিউরেটররা বোর্ডের নিযুক্ত কর্মী। দীর্ঘদিনের অভিজ্ঞতা তাঁদের। তা সত্ত্বেও পিচে অতিরিক্ত জল ঢেলে ম্যাচের প্রথম সেশন ভেস্তে দেওয়ার মানে কী? ঘটনায় ব্যপক অসন্তুষ্ট বাংলার ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। নাম না করলেও কিউরেটরদের দায়িত্বজ্ঞানহীন কাজ নিয়ে মুখ খুলেছেন তিনি। বাংলা-ওড়িশা ম্যাচে পিচ তৈরির দায়িত্বে রয়েছেন বিসিসিআই কিউরেটর অশোর ভার্মা। যদিও অনুশীলন পিচ সিএবির দায়িত্বে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours