হায়দরাবাদে প্রথম ওডিআইতে তিনশোর উপরে রান উঠলেও ব্রেসওয়েলের সেঞ্চুরিতে পাল্টা লড়াই করেছিল কিউয়িরা। আজকের পরিস্থিতি অন্যরকম। ভারত ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছে।


হায়দরাবাদের পর ইন্দোরে ফের রানের বর্ষণ। দুই ওপেনারের দুরন্ত সেঞ্চুরি। ওপেনিং জুটিতে উঠল ২১২ রান। ক্যাপ্টেন রোহিত শর্মার (৮৫ বলে ১০১ রান) ব্যাটে দীর্ঘ তিনবছর পর সেঞ্চুরি এল। অনবদ্য শতরান এল শুভমন গিলের ব্যাটেও। এই দুইয়ের ব্যাটে ভর করে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওডিআই (India vs New Zealand) ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেট খুইয়ে ৩৮৫ রান তুলল ভারত। অর্থাৎ প্রায় চারশোর কাছাকাছি টার্গেট। হায়দরাবাদে তিনশোর উপরে রান উঠলেও ব্রেসওয়েলের সেঞ্চুরিতে পাল্টা লড়াই করেছিল কিউয়িরা। আজকের পরিস্থিতি অন্যরকম। ভারত ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছে। তবে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা এড়াতে হলে আজও নিউজিল্যান্ডের ব্যাটারদের ব্যাট চওড়া হতে হবে। নয়তো হেসেখেলে সিরিজে কিউয়িদের ক্লিন সুইপ করবে ভারত। ভারতের ইনিংসের বিস্তারিত 


হোলকার স্টেডিয়ামে ছোট বাউন্ডারির মাঠে এদিন শুরু থেকেই তাণ্ডব শুরু হয় রোহিত, গিলের। ভারতীয় ওপেনারদের চার, ছয়ের বন্যায় দিশেহারা দেখাচ্ছিল কিউয়ি বোলারদের। জুটিতে ২১২ রানের রেকর্ড পার্টনারশিপ। ২৬ ওভার পর্যন্ত নিউজিল্যান্ডের বোলারদের হতাশ করে রেখেছিলেন রোহিত-গিলরা। ১০১ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন তাঁরা। দলীয় ২১২ রানের মাথায় শতরানকারী রোহিতের উইকেট ফেলে প্রথম সাফল্য নিউজিল্যান্ডের। ব্রেসওয়েলের বলে বোল্ড আউট হয়ে ফেরেন। ওভারের শেষ বলে রোহিতের পথ অনুসরণ করেন আরও এক শতরানকারী শুভমন গিল (৭৮ বলে ১১২ রান)। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে ভারত। ২৭ বলে ৩৯ রান বিরাট কোহলির। ঈশান কিষাণ (১৭), সূর্যকুমার যাদব (১৪) স্বল্প রানেই ফিরলেন। বিরাটের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন ঈশান। কিউয়িদের চাপ বাড়িয়ে অর্ধশতরানের ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া। ৩৮ বলে ৫৪ রান হার্দিকের। শার্দুল ঠাকুরের ব্যাটে ১৭ বলে ২৫ রান। সব মিলিয়ে ৯ উইকেট হারিয়ে ৩৮৫ রান উঠল ভারতের খাতায়।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours