গত সপ্তাহে জারি করা একটি নির্দেশিকা বা সার্কুলারের রাজ্য সরকারের তরফে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি প্রকাশ করা হয়েছে, যেখানে হাতি তাড়াতে কী করা উচিত, আর কী উচিত নয়, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে
কখনও মহুয়া খেয়ে টলতে টলতে, আবার কখনও খাবারের খোঁজে , যখন তখন চাষের ক্ষেতে ঢুকে পড়ে হাতিরা। হাতির পালের এই দাপাদাপিতে অতিষ্ঠ চাষীরা। তাদের কষ্ট করে ফলানো ফসল খেয়ে চলে যাচ্ছে হাতি। কাকতাড়ুয়া লাগিয়ে, পটকা ফাটিয়ে, বাজনা বাজিয়েও হাতির দলের অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। ফসলের ক্ষতি রুখতে এবং হাতি তাড়াতে এবার অভিনব পন্থা অবলম্বন করছে সরকার। মধ্য প্রদেশ সরকারের (Madhya Pradesh Government) তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফসলের জমিতে বুনো হাতি (Elephant) ঢোকা রুখতে মৌমাছিকে (Honey Bee) ব্যবহার করা হবে। শুনে আশ্চর্য লাগলেও বিজ্ঞানীরা জানিয়েছেন, এমনটা সম্ভব। খুদে মৌমাছিরাই তাড়াতে পারে হাতির পালকে।
Post A Comment:
0 comments so far,add yours