বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইগা স্বোয়াতেককে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এলিনা রিবাকিনা।
অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2023) একের পর এক অঘটন ঘটেই চলেছে। মহিলাদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইগা স্বোয়াতেক (Iga Swiatek)। পোলিশ সুপারস্টার ইগাকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন কাজাখস্তানের এলিনা রিবাকিনা (Elena Rybakina)। রড লেভার এরিনায় ম্যাচের ফল এলিনার পক্ষে ৬-৪, ৬-৪। বিস্তারিত জেনে নিন
রড লেভার এরিনায় চতুর্থ রাউন্ডের ম্যাচে ১ ঘণ্টা ৩০ মিনিটের লড়াইয়ে ২০২২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন এলিনা হারিয়েছেন ইগাকে। এই প্রথম বার এলিনা বছরের প্রথম গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। চলতি অস্ট্রেলিয়ান ওপেনের ২২তম বাছাই ছিলেন এলিনা। রাশিয়ার মস্কোতে তাঁর জন্ম। তবে তিনি ২০১৮ সাল থেকে কাজাখস্তানের হয়েই খেলেন।
Post A Comment:
0 comments so far,add yours