আর্থিক প্রতারণার শিকার ভারতের তারকা ক্রিকেটার। সাহায্য চেয়ে পুলিশের দ্বারস্থ জাতীয় দলের এই ক্রিকেটার।
ভারতের তারকা ক্রিকেটার উমেশ যাদব (Umesh Yadav) প্রতারণার শিকার হলেন। টিম ইন্ডিয়ার (Team India) এই সিনিয়র পেসারকে প্রতারিত করেছেন তাঁরই এক বন্ধু। যিনি আবার উমেশের ম্যানেজারও। জানা গিয়েছে উমেশের নামে একটি জমি কেনার জন্য তাঁর থেকে ৪৪ লক্ষ টাকা নিয়েছিলেন ওই বন্ধু। এর পর জমি না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন উমেশ। নাগপুরের ডিসিপি অশ্বিনী পাটিল জানিয়েছেন, উমেশ যাদবের সঙ্গে প্রতারণা করা শৈলেশ ঠাকরে নামের এক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। বিস্তারিত জেনে নিন
জানা গিয়েছে, বছর ৩৭ এর শৈলেশ ঠাকরে নাগপুরের কোরাডিতে থাকেন। তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হলেও, এখনও তাঁকে গ্রেফতার করেনি পুলিশ। এফআইআর অনুযায়ী, উমেশ যাদব ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর, ২০১৪ সালের ১৫ জুলাই নিজের বন্ধু শৈলেশ ঠাকরেকে ম্যানেজার বানান উমেশ। ওই সময় ঠাকরে কোনও চাকরি করতেন না। একইসঙ্গে এক পুলিশ কর্মী বলেন, “সময় যত এগোতে থাকে ঠাকরে তত উমেশের আস্থা অর্জন করে নেন। তারপর উমেশ যাদবের যাবতীয় আর্থিক কার্যকলাপও সামলানো শুরু করেন ঠাকরে। উমেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আয়কর এবং অন্যান্য আর্থিক কাজের দায়িত্বও ছিল ঠাকরের হাতেই।”
Post A Comment:
0 comments so far,add yours