রক্ষণাবেক্ষণের কাজের জন্য জরুরি ভিত্তিতে মেরামতের কাজ করতে হবে বলে জানা গিয়েছে। সেই কারণেই মাঝেমধ্যে বন্ধ রাখতে হয় জল সরবরাহ।
আগামী শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে জল সরবরাহ। কলকাতা পুরনিগম যে জল সরবরাহ করে থাকে শহরের বিভিন্ন জায়গায়, সেই জলের ওপর নির্ভর করে থাকেন অনেকেই। ফলে একটা গোটা দিন জল বন্ধ থাকলে সমস্যায় পড়তে হতে পারে শহরের বাসিন্দাদের। তাই আগেভাগেই এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে পুরনিগমের তরফে।
পরের দিন অর্থাৎ রবিবার ২২ জানুয়ারি থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করবে। জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘গার্ডেনরিচ জল প্রকল্প থেকে জল সরবরাহের গতি বেড়েছে। উৎপাদন বেড়েছে। ফলে প্রকল্পের সঠিক রক্ষণাবেক্ষণ জরুরি। যে কারণে মাঝে মধ্যে মেরামতের কাজ করে থাকি। একটা দিন জল বন্ধ রেখে আমরা পুরো প্রক্রিয়া সম্পন্ন করব। আগামী শনিবার এই ত্রুটি মেরামতের জন্য জল বন্ধ থাকবে। রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।’
Post A Comment:
0 comments so far,add yours